• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের কোলে থাকা এই মিষ্টি খুদেই এখন দর্শকদের নয়নের মণি! রইল ছবিসহ আসল পরিচয়

Published on:

Anurager Chowa Sona actress Misheeta Roy Chowdhury adorable childhood photos viral

সোশ্যাল মিডিয়ার দৌলাতে তারকাদের ছোটবেলার ছবি ভাইরাল হয়ে থাকে হামেশাই। সম্প্রতি তেমনই প্রকাশ্যে এসেছে এক জনপ্রিয় শিশু অভিনেত্রীর খুদে বয়সের ছবি। তবে এই ছবি দেখা মাত্রই অনেকেই হয়তো চিনতে পারবেন না আসলে কে এই অভিনেত্রী।

তবে এখানে বলে রাখি এই মিষ্টি খুদেই কিন্তু এখন ছোট পর্দার দর্শকদের নয়নের মণি। তাঁর  মিষ্টি হাসি আর আদো আদো কথা শুনলেই মন জুড়িয়ে যায় বাংলা সিরিয়ালের দর্শকদের। তবে এই খুদে অভিনেত্রীর মতোই মিষ্টি তার অভিনয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগেরছোঁয়া,Anurager Chhowa,মিশিতা রায় চৌধুরী,Misheeta Ray Chowdhury,সোনা,Sona,ছোটবেলার ছবি,Childhood Photo,ভাইরাল,Viral

এতটুকু  বয়সেই তার দুর্দান্ত অভিনয় দক্ষতায় মুগ্ধ সকলে। এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ফ্যান পেজ রয়েছে এই খুদে অভিনেত্রীর।  এত ছোট বয়সেই এই খুদে অভিনেত্রীর এত সুন্দর অভিনয় প্রতিভা দেখে সকলেই প্রতিনিয়ত দুহাত ধরে আশীর্বাদ করে চলেছেন তাঁকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগেরছোঁয়া,Anurager Chhowa,মিশিতা রায় চৌধুরী,Misheeta Ray Chowdhury,সোনা,Sona,ছোটবেলার ছবি,Childhood Photo,ভাইরাল,Viral

আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশুশিল্পী আর কেউ নন  তিনি হলেন দর্শকদের সকলের প্রিয় ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মেয়ে মিষ্টি সোনা (Sona)। ধারাবাহিকের এই সোনার চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী মিশিতা রায়চৌধুরী (Misheeta Ray Chowdhury)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগেরছোঁয়া,Anurager Chhowa,মিশিতা রায় চৌধুরী,Misheeta Ray Chowdhury,সোনা,Sona,ছোটবেলার ছবি,Childhood Photo,ভাইরাল,Viral

প্রসঙ্গত মিশিতাঅর্থাৎ  সোনা চরিত্রের অভিনেত্রী যেমন আদো আদো কথা বলে বাস্তবেও কিন্তু সে তেমনি আদো আদো  ভাবেই কথা বলে। সিরিয়ালের মতো নিজের বাড়িতও কিন্তু বেশ আদরের ছোট্ট সোনা। পরিবারের সকলেই তাঁকে সারাক্ষণ আদোরে মুড়ে রাখে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগেরছোঁয়া,Anurager Chhowa,মিশিতা রায় চৌধুরী,Misheeta Ray Chowdhury,সোনা,Sona,ছোটবেলার ছবি,Childhood Photo,ভাইরাল,Viral

প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি এই  বয়স থেকেই মডেলিংয়ে বেশ নাম ডাক রয়েছে এই ছোট্ট মিশিতার। ইতিমধ্যেই মডেলিং করে বেশ কিছু পুরস্কার এসেছে তার ঝুলিতে। তবে সিরিয়ালে তার গায়ের রং কালো হলেও বাস্তবে কিন্তু সে টুকটুকে ফর্সা। আসলে মেকআপ করেই সিরিয়ালে তার গায়ের রং কালো দেখানো হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥