• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেহাই পেল সূর্য-দীপা, ডাক্তারকে ছেড়ে নতুন ছেলের প্রেমে মিশকা, ফাঁস হতেই ভাইরাল দুজনের ছবি

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,বাস্তব জীবনের সূর্য,Real Life Surjo,ডি,D,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ছবি,Viral Photo

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে মুহূর্তে টপ লিস্টে রয়েছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালের সুন্দরী খলনায়িকা মিশকাকে দেখলেই রগে গা জ্বলে যায় দর্শকদের। টেলিভিশনের পর্দায়  এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।

সিরিয়ালের নায়ক সূর্যকে পাগলের মতো ভালোবাসে সে। তাই সিরিয়ালে তাঁর একটাই কাজ সারাক্ষণ সূর্যের থেকে দীপাকে দূরে রাখতে একটার পর একটা শয়তানি করে চলেছে সে। যদিও হাজার চেষ্টা করেও আজ অবধি নিজের লক্ষ্যে পুরোপুরি সফল হতে পারেনি মিশকা।

Anurager Chhowa Mishka, Ahona Dutta

শোনা যাচ্ছে আগামী দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে মিশকা। তবে সিরিয়ালের বর্তমান ট্র্যাক বলছে খুব তাড়াতাড়ি ধরা পরবে মিশকা। প্রসঙ্গত সিরিয়ালে সারাক্ষণ ছলচাতুরি করে সূর্যকে পাওয়ার চেষ্টা করে চললেও বাস্তবে কিন্তু বেশ বিন্দাস এই অভিনেত্রী।  সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় থাকেন তিনি। সেখানেই মাঝে মাঝে উঠে আসে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ঝলক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,বাস্তব জীবনের সূর্য,Real Life Surjo,ডি,D,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ছবি,Viral Photo

সম্প্রতি তেমনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পর্দার মিশকার বাস্তব জীবনের সূর্যের সাথে একটি ছবি। যা দেখে মনে হচ্ছে সূর্যের ঘাড় থেকে নেমে এবার সত্যিই নিজের মনের মানুষ পেয়ে গিয়েছেন অহনা। এদিন এই চর্চিত প্রেমিকের সাথে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘ডিয়ের সাথে প্রত্যেকটা দিনই সুন্দর’।

তবে এই চর্চিত প্রেমিকের নাম জানা না গেলেও কমেন্ট সেকশন দেখে মনে করা হচ্ছে তাঁর না আসলে দীপঙ্কর। তিনি অবশ্য বিনোদন জগতের সাথে যুক্ত নন বলেই ধারণা। তবে এই মিস্টার ‘ডি’-এর সাথে এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,বাস্তব জীবনের সূর্য,Real Life Surjo,ডি,D,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ছবি,Viral Photo

তাই মাঝে মধ্যেই তাদেরকে বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা একসাথে লং-ড্রাইভে যেতে দেখা যায়। পর্দার মিশকার সাথে বাস্তব জীবনের সূর্যের এই ছবি ভাইরাল হতেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে অনুরাগীদের হাজারটা প্রশ্ন? তবে সকলেই জানতে চেয়েছেন ছবির এই ‘ডি’য়ের সাথেই কি বর্তমানে প্রেম করছেন তিনি?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥