• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার মুখে ঝামা, শীঘ্রই এক হবে সূর্য-দীপা! টেলিকাস্টের আগেই ভাইরাল ‘সুদীপা’র রোম্যান্সের ভিডিও

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। এই ধারাবাহিকে কাজ করেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তাঁরা। দর্শকদের অনেকের কাছেই এখন তাঁদের পরিচিতি সূর্য-দীপা নামেই। তাঁদের মধ্যেকার রসায়নও দারুণ পছন্দ দর্শকদের।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, গত কয়েকমাস ধরে সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝির ট্র্যাক চলছে। মিশকার ষড়যন্ত্রের সৌজন্যে কিছুতেই এক হতে পারছে না সূর্য-দীপা। তবে শীঘ্রই তাঁদের মধ্যেকার এই ভুল বোঝাবুঝির অবসান হতে চলেছে। মিশকার তৈরি করা মিথ্যের জাল ছিঁড়ে ফের এক হবে দর্শকদের প্রিয় ‘সুদীপা’।

   

Anurager Chhowa, Surjya Deepa, Dibyojyoti Dutta and Swastika Ghosh

ধারাবাহিকের সাম্প্রতিক কয়েকটি পর্বে দেখানো হয়েছে, মিশকার মুখোশ খুলে গিয়েছে দীপার সামনে। সে এখন সবার সামনে মিশকার আসল চেহারা বের করে আনার প্রতিজ্ঞা করেছে। তাই দর্শকদের অনুমান, শীঘ্রই মিশকার যাবতীয় ষড়যন্ত্র ভেস্তে এক হবে ‘সুদীপা’। কিন্তু এসবের মাঝেই আবার নেটপাড়ায় ভাইরাল হয়েছে সূর্য-দীপার অফস্ক্রিন খুনসুটির একটি ভিডিও।

পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করলেও দিব্যজ্যোতি এবং স্বস্তিকা বাস্তব জীবনে খুব ভালো বন্ধু। একাধিক সাক্ষাৎকারে তাঁদের সেই বন্ধুত্ব ধরা পড়েছে। অনেক সময় আবার এও শোনা যায়, দু’জন নাকি প্রেম করছেন। সেই বিষয়ে কেউ কোনোদিন মুখ না খুললেও তাঁদের ফটোশ্যুটের যে ভিডিও ভাইরাল হয়েছে তা কিন্তু নজর কেড়েছে প্রত্যেকের।

Anurager Chhowa, Surjya Deepa, Dibyojyoti Dutta and Swastika Ghosh

সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা নামের একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে দিব্যজ্যোতি-স্বস্তিকার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফটোশ্যুট করছেন তাঁরা। পুরোদস্তুর বাঙালি সাজে ধরা দিয়েছেন পর্দার সূর্য-দীপা। স্বস্তিকার পরনে রয়েছে ঘিয়ে এবং লাল রঙের কম্বিনেশনের শাড়ি-ব্লাউজ। অপরদিকে দিব্যজ্যোতি পরেছেন লাল রঙের পাঞ্জাবি, সঙ্গে ধুতি।

নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ফটশ্যুটের মাঝখানেই খুনসুটিতে মেতেছে পর্দার সূর্য-দীপা। কখনও দেখা যাচ্ছে, সূর্যর হাত টেনে নিজের কোমরে রাখছেন দীপা, কখনও আবার ছবি তোলার মাঝেই প্রচণ্ড হাসছেন দু’জনে। পর্দার মতোই, পর্দার বাইরেও সূর্য-দীপার কেমিস্ট্রি নজর কেড়েছে প্রত্যেকের। একজন নেটিজেন যেমন সব দর্শকের হয়ে কমেন্ট বক্সে লিখেই দিয়েছেন, ‘আমরা সব দর্শক চাই দিব্য আর স্বস্তিকা বাস্তবে প্রেম করে বিয়ে করুক’।