• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহবার্ষিকীতে জুড়বে ভাঙা সম্পর্ক! সূর্য-দীপার মিল দেখে জ্বলে গেল মিশকা, ফাঁস আগাম পর্ব

Published on:

Anurager Chhowa Deepa Mishka new track

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে রাত করছে একটাই সিরিয়াল তা হলো স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের দর্শকদের এখন একটাই ইচ্ছা তা হল লুকোচুরি বন্ধ করে এবার মিল দেখানো হোক সূর্য-দীপার (Surjo-Deepa)। বিগত প্রায় ছয় মাসের বেশি সময় ধরে মিশকার (Mishka) চক্রান্তে একে অপরের  থেকে আলাদা হয়ে গিয়েছে সূর্য দীপা।

তবে এখন এই সিরিয়ালের দর্শকদের কাছে নায়ক নায়িকা সূর্য-দীপা ছাড়া অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে তাদের দুই মিষ্টি মেয়ে সোনা রুপা (Sona-Rupa)। দর্শকদের বিশ্বাস এই সোনা-রুপার হাত ধরেই শেষ পর্যন্ত মিল হবে সূর্য-দীপার। এই মুহূর্তে ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে টানটান উত্তেজনা ভরা জমজমাট সব পর্ব। গত পর্বে দর্শক দেখেছেন রুপা বুদ্ধি করে জেনে গিয়েছে সূর্য অর্থাৎ ডাক্তারবাবু তার নিজের বাবা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সোনা,Sona,রূপা,Rupa,সূর্য,Surjo,দীপা,Deepa,বিবাহবার্ষিকী,Marriage Anniversary,ভিডিও কল,Video Call,মিশকা,Mishka

এরপরেই দেখা গিয়েছে ছোট্ট সোনা রুপা বুদ্ধি করেই মা বাবার বিবাহবার্ষিকীর দিনেই আবার তাদের বিয়ের ব্যবস্থা করেছে। দুই মেয়ের হাত ধরে সূর্য দীপার মিল হওয়ার এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গিয়েছে দর্শকদেরও। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সেনগুপ্ত পরিবারের সদস্যরাও। ছোট সোনা রুপার মাথায় যে এই ধরনের বুদ্ধি খেলবে তা ঘুনাক্ষরেও  টের পায়নি কেউ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সোনা,Sona,রূপা,Rupa,সূর্য,Surjo,দীপা,Deepa,বিবাহবার্ষিকী,Marriage Anniversary,ভিডিও কল,Video Call,মিশকা,Mishka

তবে সূর্য দীপাকে বিয়ের আসরে বসিয়ে সবাইকে চমকে দিয়েছিল সোনা রুপা। অনেকদিন পর এদিনের পর্বে আবারও সূর্য দীপাকে একে অপরের কাছাকাছি আসতে দেখেছন দর্শক। বিবাহ বার্ষিকীর দিনেই বাড়ির পুজোয় আবারও একে অপরের হাতে  হাত রেখে পুজোয় বসেছিল সেনগুপ্ত বাড়ির বড় ছেলে আর বড় বউ।

এই দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে গিয়েছে দর্শকদের। এরই মধ্যে ফাঁস হয়েছে ধারাবাহিকের আগামী পর্ব। যা থেকে জানা যাচ্ছে আগাম পর্বে দেখা যাবে মিশকা যে সূর্যের ফোনে বারবার ফোন করছে তা দেখে ফেলবে দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সোনা,Sona,রূপা,Rupa,সূর্য,Surjo,দীপা,Deepa,বিবাহবার্ষিকী,Marriage Anniversary,ভিডিও কল,Video Call,মিশকা,Mishka

এরপর সে বুদ্ধি করে লাবণ্যর ফোন থেকে মিশকাকে একটা ভিডিও কল করে তাকে ভালো করে কথা শুনিয়ে তার জায়গা বুঝিয়ে দিয়ে বলবে যে সে এখনো সূর্যের বিবাহিত স্ত্রী এবং সেনগুপ্ত বাদে বড় বউ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥