• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার ষড়যন্ত্র ফাঁস করে সেন বাড়ি ফিরবে দীপা! টানটান উত্তেজনার মহাপর্ব আসছে ‘অনুরাগের ছোঁয়া’য়

Published on:

Anurager Chhowa Deepa will reveal Mishka’s all evil plans, will return sen house soon

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) তো বটেই, গোটা বাংলার নম্বর ওয়ান সিরিয়াল (Serial) হল ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। সোনা-রূপার এন্ট্রির পর থেকে সিরিয়ালের জনপ্রিয়তাও আকাশ ছুঁয়েছে। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি ধামাকেদার মোড়। দীর্ঘ অপেক্ষার পর খুলতে চলেছে মিশকার মুখোশ।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার (Mishka) ষড়যন্ত্রের জন্য গত ৮ বছর ধরে সূর্য-দীপা একে অপরের থেকে আলাদা থাকে। এমনকি সোনা (Sona)-রূপার (Rupa) আসল পরিচয়ও এখনও তাঁরা জানে না। তবে ডাক্তারের কাছ থেকে নিজের যমজ সন্তানের কথা শোনার পর দীপার মনে সোনাকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সোনাই আসলে তাঁর হারানো যমজ মেয়ে কিনা জেগেছে এই প্রশ্ন।

Anurager Chhowa Mahaparba Deepa Comes to know about her twin daughters Sona Rupa, Deepa, Anurager Chhowa

বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে আসা ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্বর প্রোমোতেই দর্শকরা দেখেছিলেন, সোনার জন্মপরিচয় নিয়ে লাবণ্যকে প্রশ্ন করছে দীপা। এবার জানা গেল, এই মহাপর্বেই মিশকার সমস্ত ষড়যন্ত্র থেকেও পর্দা উঠবে। দীপা জানতে পারবে, সূর্য কোনোদিন মিশকাকে বিয়েই করেনি। এরপরই তাঁর সমস্ত ছলচাতুরি ফাঁস করার জন্য লড়াই করবে দীপা। পাশাপাশি মহাপর্বেই সোনার আসল পরিচয়ও ফাঁস হবে।

‘অনুরাগের ছোঁয়া’র তেলেগু ভার্সনের কাহিনী এভাবেই এগিয়েছে। তাই চলতি সপ্তাহেই মিশকারও পর্দা ফাঁস হবে। শুধু দীপাই নয়, সূর্যও তাঁর প্রিয় বান্ধবীর ষড়যন্ত্রের কথা জেনে যাবে। সেই সঙ্গেই একথাও জানবে যে, সোনা-রূপা দু’জনেই আসলে তাঁরই সন্তান।

Anurager Chhowa, Surjya and Mishka

ধারাবাহিকের আসন্ন পর্বে মিশকার মুখোশ খুলে যাওয়ার পরেই মিল হবে সূর্য-দীপারও। সসম্মানে রূপাকে নিয়ে সেন বাড়িতে ফিরবে দীপা। ওদিকে আবার সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠবে মিশকা। সূর্য-দীপার ক্ষতি করতে আরও ভয়ঙ্কর প্ল্যানিং করবে সে। এমনকি সূর্যকে জেলেও পাঠাবে সে। ‘অনুরাগের ছোঁয়া’র তেলেগু ভার্সনে এই কাহিনীই দেখানো হয়েছে। তাই সম্ভবত বাংলাতেই সেই পথেই গল্প এগোবে।

সম্প্রতি আবার পর্দার সূর্য-দীপা অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ এক সাক্ষাৎকারে জানিয়েছেন সব ভুলবোঝাবুঝি মিটিয়ে শীঘ্রই এক হতে চলেছে ‘সুদীপা’। তাই দর্শকদের অনুমান, তেলেগু ভার্সনের পথেই এগোবে ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক। এবার দেখা যাক, শেষ পর্যন্ত তা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥