• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনাকে নিয়ে চলে যাবে দীপা, ভুল বুঝে বড় সিদ্ধান্ত নেবে সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Published on:

Anurager Chhowa Deepa takes away Sona Surja Takes Big decesion

সিরিয়াল দেখেন অথচ ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় সূর্য-দীপার কাহিনী দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। কাজ মিটিয়ে সাড়ে ৯টার আগেই হাজির টিভির সামনে। কিন্তু উত্তেজনা চরম সীমায় পৌঁছালেও আজও সূর্য-দীপার মিলন অধরাই রয়ে গিয়েছে।

অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে চলেছে। শেষ প্রকাশিত TRP তালিকাতেও প্রথম স্থানেই রয়েছে সিরিয়ালটি। কিন্তু ওই যে একঘেয়ে ট্র্যাক যেন আর কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকেরা। সকলেরই এক দাবি। কারোর মতে, এবার মিল দেখানো হোক। তো কেউ বলছেন, মোড় ঘুরেই চলেছে মিল হওয়ার নাম নেই।

Anurager Chhowa Deepa Sona new promo

তবে এসবের মাঝেও কিন্তু দিব্যিই এগিয়ে চলেছে গল্পের ট্র্যাক। ইতিমধ্যেই কিছুটা হলেও ভুল বোঝাবুঝি মিটেছে। সূর্য জানতে পেরেছে রুপা দীপার মেয়ে। তবে এর পাশাপাশি আরও একটা চরম সত্যিই সামনে এসেছে দীপার। সে জানতে পেরেছে এক নয় দুই সন্তানের মা। এরপর থেকেই শুরু হয়েছিল দ্বিতীয় মেয়ের খোঁজ।

প্রথমেই দীপার মাথায় আসে সোনার কথা, যেভাবে সোনার প্রতি টান রয়েছে সেটা মা-মেয়ের সম্পর্কের মতোই। তাছাড়া সোনার গায়ের রং থেকে জন্মতারিখ সবই যেন ইশারা করছিল সেই দিকেই। এর মাঝেই দেখা যায় মিশকা দীপাকে ব্ল্যাকমেল করে, সূর্যকে ডিভোর্স দিলে তবেই দ্বিতীয় মেয়ের পরিচয় জানাবে। তাহলে কি এতদিন যেটার ভয় ছিল সেটাই হবে? বিচ্ছেদ হবে সূর্য দীপার?

Anurager Chhowa Surja Caught Mishka talking to Deepa

এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই হাজির ধামাকা প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে, দীপা সোনার কাছে এসে বলছে, ‘আর ফুলমা নয়, এবার থেকে মা বলবি’। অর্থাৎ দীপা জেনে গেছে যে সোনাও তারই মেয়ে। কিন্তু এরপরেই দেখা যাচ্ছে সুর্যর বাবা দীপার সামনে হাতজোড় করে অনুরোধ করছে, সে যেন সোনাকে সূর্যের থেকে আলাদা না করে।

Anurager Chhowa Deepa Sona new promo

তাহলে এবার? কি সিদ্ধান্ত নেবে দীপা? সত্যিই কি নিজের মেয়ে জেনেও সূর্যর কথা ভেবে সোনাকে রেখে দেবে সেনগুপ্ত বাড়িতে? নাকি নিজের সাথে নিয়ে অন্য কোথাও দূরে চলে যাবে ! শুধু তাই নয়, কিভাবে দীপা জানলো সোনা তারই মেয়ে? তাহলে কি মিশকার কথা মত সূর্যকে ডিভোর্স দিল দীপা? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী মহাপর্বের সপ্তাহে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥