• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যের সামনেই শয়তানি মিশকার মুখোশ টেনে খুলে দিল দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার আগাম পর্ব

Updated on:

Anurager Chowa Deepa Confronts Mishka Infront of Surja threats to show all proof

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে বিরাট দাপট স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowa)। এই মুহূর্তে দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। সময়ের সাথে সাথেই যেন দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের প্রতি দর্শকদের ভালোবাসা।

আর এই মুহূর্তে তো এই সিরিয়ালের অনুরাগীদের খুশির ঠিকানা নেই। কারণ বিচারকের নির্দেশে আপাতত ডিভোর্স বাতিল হয়ে গিয়েছে সূর্য-দীপার (Surjo-Deepa)। এখন থেকে আগামী ছয় মাস এক ছাদের তলায় থাকবে তারা। একথা শোনার পর থেকে একদিকে যেমন দর্শকরা আনন্দে লাফাচ্ছেন অন্যদিকে নিজের কাজ করে চলেছে মিশকা।

Anurager Chhowa Mishka Delete all recordings from deepas mobile

গত পর্বেই দর্শক দেখেছেন মিশকা ছদ্মবেশে অসহায় বৃদ্ধা সেজে দীপার ফোন থেকে সমস্ত রেকর্ডিং ডিলিট করে দিয়েছে। যদিও পারফিউমের গন্ধ শুঁকে দীপা বুঝে গিয়েছিল ওই বৃদ্ধা আসলে মিশকা ছিল। যদিও দীপা যে মিশকাকে চিনতে পেরেছে তা না জেনেই প্রমাণ লোপাটের আনন্দে লাফাচ্ছিল মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,সত্যি প্রকাশ্যে,Truth Reveal

তাই দীপার বিরুদ্ধে সূর্যের মন আরও বিষিয়ে তুলতে দীপার বাড়ি হাজির হয়েছিল সে। আসলে আদালতের নির্দেশ মেনে এক ছাদের তলায় থাকবে সূর্য দীপা। তাই সূর্য নিজে এসেছে দীপার বাড়িতে থকার জন্য। সেখানে এসেই অশান্তি শুরু করে মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,সত্যি প্রকাশ্যে,Truth Reveal

এরপর দীপা মিশকাকে প্রথমে বলে আমি এখানে কোনো অশান্তি চাই না। কিন্তু মিশকা তো দমবার পাত্রী নয়। কারণ সে তো রেকর্ডিং ডিলিট করে দেওয়ার আনন্দে মশগুল। তাই সে সূর্যের কাছে ভালো সাজতে চেয়ে উল্টে দীপাকে থ্রেট দিতে শুরু করে। কিন্তু দীপা তখন সাফ জানায় ‘আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবো না মিশকা। আমি চাইলেই তোমার মুখোশটা টেনে খুলে দিতে পারি।’

কিন্তু তখনও অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে সূর্যের সামনে রেকর্ডিংয়ের কথা বলে মিশকা। আর এতেই মুহূর্তের মধ্যে পাশা পাল্টে দেয় দীপা। তখন দীপাও মিশকাকে পাল্টা প্রশ্ন করে সে কি করে জানলো তার মোবাইলের রেকর্ডিংয়ের কথা? তার তো জানার কথা নয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,সত্যি প্রকাশ্যে,Truth Reveal

কারণ দীপা নিজে থেকে রেকর্ডিং নিয়ে কোনো কথা বলেনি। আর এতেই ভয়তে মুখ শুকিয়ে যায় মিশকার। অন্যদিকে পাশে দাঁড়িয়ে থাকা সূর্যও রেকর্ডিং আর মুখোশের শুনে একেবারে হতভম্ব হয়ে যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥