• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাহানিতে টুইস্ট! দীপা হচ্ছে খলনায়িকা আর মিশকা হবে ফুলমা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ট্র্যাক

Published on:

Deepa Mishka Anurager Chhowa

সিরিয়ালপ্রেমী দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম। তা হল স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। ইদানিং অবস্থা এমন সারাদিনে টিভির পর্দায় এই সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের। সকলেই এখন এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) বলতে অজ্ঞান।

দর্শকদের ভালোবাসায় প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়াল। লাগাতার বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিয়ে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। কিন্তু লাগাতার যেভাবে সূর্য দীপাকে যেভাবে অপমান করে চলেছে তাতে এবার এই সিরিয়ালের প্রতি বিরক্ত হয়ে উঠেছেন দর্শক।

Anurager Chowa Serial Update Sona will come to know about real mother

বহুদিন ধরে সকলেই চাইছেন সূর্য দীপার মিল দেখতে আর মিশকার মুখোশ খুলতে। কিন্তু সেসব তো হচ্ছেই না  উল্টে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে সিরিয়ালের গল্প। এরইমধ্যে জানা যাচ্ছে কাহানিতে আসছে বড়সড় টুইস্ট। দর্শকদের বড় চমক দিতে সিরিয়ালে অদল বদল ঘটছে দীপা এবং মিশকা চরিত্রের। এবার দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ হবেন মিশকা আর মিশকা অভিনেত্রী অহনা সাজবেন দীপা।

তবে চিন্তার কিছু নেই কারণ বিষয়টি পুরোপুরি সত্যি নয়। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন দীপাই সোনার ফুল মা এই সত্যি জানার পর থেকেই সূর্য দীপার সাথে দেখা করতে দিচ্ছে না সোনামাকে। আর এতে সে এতটাই কষ্ট পেয়েছে যে জোর পর্যন্ত চলে এসেছে। তাই পরিস্থিতি সামাল দিতে লাবণ্য ডেকে পাঠায় দীপাকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশকা,Mishka,দীপা,Deepa,নতুন ট্র্যাক,New Track,খলনায়িকা,Villain,নায়িকা,Heroine

দীপাকে কাছে পেয়ে সোনা অনেকটা সেরে ওঠে কিন্তু সূর্য দীপাকে যাচ্ছেতাই ভাবে অপমান করে। এসবের মধ্যেই জানা যাচ্ছে নতুন করে সূর্যের মন পেতে মিশকা এবার মেক আপ করে দীপার মতো কালো গায়ের রং করবে। আর ওই সাজে সোনার কাছে গিয়ে সে সোনার ফুলমা হয়ে ওঠার চেষ্টা করবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশকা,Mishka,দীপা,Deepa,নতুন ট্র্যাক,New Track,খলনায়িকা,Villain,নায়িকা,Heroine

এই আগাম পর্ব সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই একজন অনুরাগী মজা করে লিখেছেন ‘অনুরাগের ছোঁয়ায় মহা চমক।হঠাৎ করে উলট পালট।নায়িকা হবে খলনায়িকা।আর খলনায়িকা হবে নায়িকা।এখন থেকে কালো মেকআপ করবে মিশকা।মিশকা এখন থেকে সোনার ফুল মা হয়ে যাচ্ছে।মিশকাই এখন থেকে নায়িকা। আর দীপা খলনায়িকা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥