• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডাক্তারবাবুই আমার বাবা, সবার সামনে জানিয়ে দিল রুপা! টিভির আগেই প্রকাশ্যে ধামাকা পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,বাবার পরিচয়,Father's Identity,নতুন চমক,New Twist

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন রাজ করছে একটাই সিরিয়াল তাহলে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সময়ের সাথে সাথে দর্শকমহলে যেন বেড়েই চলেছে এই সিরিয়ালটির জনপ্রিয়তা। নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) রসায়ন দেখলেই প্রাণ জুড়িয়ে যায় দর্শকদের।

শুরু থেকেই সিরিয়ালটিকে দর্শকরা  এতটা পছন্দ করছেন বলেই প্রতি সপ্তাহের টিআরপি তালিকাতেও দেখা যাচ্ছে তার প্রভাব। তবে শুধু নায়ক নায়িকা সূর্য-দীপাই নয় এখন এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ তাদের দুই মিষ্টি মেয়ে সোনা-রুপাও (Sona-Rupa)। টিভির পর্দায় এই হিংসুকুটি আর পাতা মেয়ের দুষ্ট বুদ্ধি থেকে ঝগড়া কিংবা মান অভিমান সবটাই চেটেপুটে উপভোগ করেন দর্শকরা।

Anurager Chhowa Upcoming Episode Sona Rupa Surjo Deepa

এই মুহূর্তে সিরিয়ালটি যারা দেখছেন তারা জানেন ধারাবাহীকে এখনও পর্যন্ত সূর্য-দীপার মিল হয়নি ঠিকই কিন্তু যেভাবে একের পর এক হাইভোল্টেজ ড্রামা নিয়ে এগিয়ে চলেছে সিরিয়ালের গল্প তাতে দর্শকরা ভীষণ আশাবাদী সেই দিন একেবারে আসন্ন।  ইতিমধ্যেই সিরিয়ালে ঢুকে পড়েছে সূর্য-দীপার মিষ্টি  মেয়ে রুপার ট্র্যাক। তার মন এখন বাবার স্নেহ ভালবাসার জন্য একেবারে আকুল হয়ে উঠেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,বাবার পরিচয়,Father's Identity,নতুন চমক,New Twist

বিশেষ করে সূর্য অর্থাৎ ডাক্তার বাবুই যে তার আসল বাবা এই সত্যিটা জানার পর থেকে ছোট্ট রুপা নিজের মনে  কষ্ট পেয়ে চলেছে। তাঁর শিশু মনে প্রশ্ন জেগেছে ছোটদের মিথ্যে কথা বলতে বারণ করা হলেও বড়রা কেন তাঁর কাছে সত্যিটা লুকিয়ে রেখে দিনের পর দিন মিথ্যে বলে চলেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,বাবার পরিচয়,Father's Identity,নতুন চমক,New Twist

কিন্তু মায়ের কষ্টের কথা ভেবে মুখ ফুটে সে কথা এখনো পর্যন্ত জানায়নি সে। গত পর্বেই দর্শক দেখেছেন রুপা সূর্যের সামনেই বলে দিয়েছে, ‘আর লুকোচুরি খেলতে হবে না আমি জানি আমার বাবা এখানেই আছে’। মেয়ের মুখে এ কথা শুনে একেবারে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল দীপার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,বাবার পরিচয়,Father's Identity,নতুন চমক,New Twist

যদিও পরে  রুপা নিজের বুদ্ধি খাটিয়ে সবটা লুকিয়ে  সূর্যের দেওয়া টেডিকে, বাবা টেডি বিয়ার বলে কথা ঘুরিয়ে দেয়। তবে রুপার এই লুকোচুরি এবার শেষ হতে চলেছে আগামী পর্বে। জানা আছে আগামী পর্বে সেনগুপ্ত বাড়ি গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে দীপা বুঝে যাবে রুপা সব সত্যি জেনে গিয়েছে। শেষপর্যন্ত  মা এবং দিদি ভাইয়ের কাছে সমস্ত সত্যিটা স্বীকারও করে নেবে সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥