• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপা আমার মেয়ে! সূর্যকে সত্যিটা জানিয়ে দিল দীপা, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা প্রোমো

Published on:

Anurager Chhowa Deepa Finally tells Surja Deepa is Rupa's Mother

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) তো বটেই, গোটা বাংলার নম্বর ওয়ান সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। শুরু থেকেই সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়ালের জনপ্রিয়তা দারুণ। আর সোনা (Sona)-রূপার (Rupa) এন্ট্রির পর থেকে তো বেঙ্গল টপার হয়েই যাচ্ছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। আর হবে নাই বা কেন! প্রত্যেকদিন যেভাবে সিরিয়ালের কাহিনীতে একের পর এক টুইস্ট আসছে তাতে তো এমনটা হওয়াই স্বাভাবিক।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার ষড়যন্ত্রের জন্য গত ৮ বছর ধরে সূর্য-দীপা আলাদা থাকে। এমনকি তাঁরা এও জানে না, তাঁদের আরও এক সন্তান রয়েছে। এত বছর হয়ে গেলেও সোনা-রূপার জন্মপরিচয় জানে না তাঁরা। তবে নিজের যমজ মেয়ের কথা শুনে দীপার সোনার জন্মপরিচয় নিয়ে সন্দেহ হতে শুরু করে দিয়েছে। তবে সূর্য এখনও জানে না, রূপা তাঁরই মেয়ে।

Anurager Chhowa, Surjya and Rupa

ধারবাহিকের কাহিনীও আস্তে আস্তে মূল ট্র্যাকে ফিরতে শুরু করে দিয়েছে। কয়েকদিন আগেই দীপা জানতে পেরেছে, মিশকা সূর্যর স্ত্রী নয়। সাম্প্রতিক পর্বে সূর্য জানতে পারবে, কবীরকে বিয়ে করেনি দীপা। এতদিন ধরে তাঁর মনে যে সন্দেহ ছিল তা ভুল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘অনুরাগের ছোঁয়া’র একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সূর্যর সামনেই কবীরকে ‘মামা’ বলে ডাকে রূপা। এতদিন ধরে সূর্য ভাবত কবীর রূপার বাবা। কিন্তু এবার রূপা তাঁকে ‘মামা’ বলে ডাকায় স্বাভাবিকভাবেই অবাক হয়ে যায় সূর্য।

Anurager Chhowa Surjo Rupa Kabir

অপরদিকে আবার সূর্য দীপার কাছে গিয়ে বলে সে রূপাকে হস্টেলে পাঠিয়ে দিয়েছে। মেয়ে দূরে চলে গিয়েছে শুনেই কান্নায় ভেঙে পড়ে দীপা। আর এরপরই সে রূপার আসল পরিচয় ফাঁস করে সূর্যকে বলে, রূপা আসলে তাঁরই মেয়ে। দর্শকরা ভেবেছিলেন, বৌয়ের মুখ থেকে একথা শোনার পর হয়তো নিজের ভুল বুঝে তাঁকে কাছে টেনে নেবে সূর্য। কিন্তু এতকিছুর পরেও সূর্য সেই দীপাকেই ভুল বোঝে।

অতীতের নানান কথা টেনে দীপাকে মুখ করতে থাকে সূর্য। অপরদিকে দীপাও নিজের সিদ্ধান্তে অনড়। সে জানিয়ে দেয়, অগ্নিপরীক্ষা কিছুতেই দেবে না। আর এরপরই সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজের বাড়ি গিয়ে লাবণ্য সহ সকলের কাছে জিজ্ঞেস করে, কেন তাঁরা এতদিন রূপার পরিচয় গোপন করে রেখেছিল। বাড়ির সবাই সূর্যকে শান্ত করলেও মিশকা চুপিচুপি সব কথা শুনে নেয়। এবার দেখা যাক, রূপার আসল পরিচয় ফাঁস হওয়ার পর কোন দিকে মোড় নেয় সূর্য-দীপার জীবন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥