• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে দুই মেয়েকেই কাছে পেল দীপা! নিজেই খাইয়ে দিল সোনা-রুপাকে, টিভির আগে ফাঁস আসন্ন ট্র্যাক

সিরিয়ালের (Bengali Mega Serial) পোকা দর্শকরা এখন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) বলতে পাগল। সূর্য-দীপার (Surjo-Deepa) এই মিষ্টি প্রেমের গল্প টিভির পর্দায় না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। দিনের পর দিন দর্শকরা দুহাত ভরে ভালোবাসা দিয়ে চলেছেন এই ধারাবাহিককে। যার স্পষ্ট ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও।

ইতিমধ্যেই পরপর চার সপ্তাহ বেঙ্গল টপার হয়ে নতুন রেকর্ড তৈরি করার পথে এগিয়ে চলেছে এই সিরিয়াল। তবে বেশ অনেকদিন হয়ে গেল দর্শকদের পছন্দের ট্র্যাক কিছুতেই আসছে না সিরিয়ালে।সেই কবে থেকে দর্শকরা চাইছেন মিশকার মুখোশ খুলুক আর সূর্য-দীপার মিল হয়ে যাক আগের মতো। কিন্তু বারে বারে কোনো না কোনো কারণে সূর্য যাচ্ছেতাই হবে অপমান করে দূরে সরিয়ে দিচ্ছে দীপাকে। যার ফলে বারবার ভেঙে যাচ্ছে দীপার মন।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিষ্টি মুহূর্ত,Sweet Momment,TRP,Target Rating Point,Anurager Chhowa Update,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া আগামী পর্ব

এতদিন দর্শক দেখেছেন শুধু সূর্যই দীপাকে ভুল বুঝে আসছিল। তবে এখন দীপাও সূর্যকে ভুল বুঝছে। আর ভাবছে সোনা তার ডাক্তারবাবু আর মিশকার সন্তান। তবে এবার সত্যিই সূর্য-দীপার এই ঝগড়াঝাঁটি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন দর্শক। তবে এ কথা ঠিক এখন এই সিরিয়াল দর্শক শুধুমাত্র দেখছেন সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা-রুপার (Sona-Rupa) জন্য।

Anurager Chhowa Deepa feeding Sona

এখন তারাই হয়ে উঠেছে এই সিরিয়ালের মূল আকর্ষণ। এখন সোনার তোতলা কথা আর রুপার পাকা পাকা কথাই শোনার অপেক্ষায় থাকেন দর্শক। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে ধারাবাহিকের আগাম পর্বের ঝলক। সেখানে দেখা যাচ্ছে সূর্যের অপমানের কথা ভাবতে ভাবতে সোনা-রুপার স্কুলে ঢুকছে দীপা। আর তখনই দূর থেকে ফুল মাকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে সোনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিষ্টি মুহূর্ত,Sweet Momment,TRP,Target Rating Point,Anurager Chhowa Update,অনুরাগের ছোঁয়া আজকের পর্ব,অনুরাগের ছোঁয়া আগামী পর্ব

আর ফুলমাকে পেয়ে সে জানায় সে এতক্ষন ফুল মায়েরই অপেক্ষা করছিল। তার হাতে খাবার খাবে বলেই কিছু খায়নি সে.  এ কথা শুনে দীপা তাকে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে। অন্যদিকে দূর থেকে নিজের মায়ের হাতে সোনাকে খেতে দেখে টিফিন নিয়ে চলে আসে রুপা। কিন্তু মায়ের শিখিয়ে কথা মনে পড়তেই  সোনার সামনে চুপ থাকে রুপা। এমনকি টিফিন নিয়ে চলেও যাচ্ছিল সে। কিন্তু দীপা তাকে ধমক দিয়ে জানায় সে দুজনকেই খাইয়ে দেবে।

এরপর নিজের হাতেই দুই মেয়েকে খাওয়াতে শুরু করে দীপা। ভাগ্যের টানে এভাবে আবারও দুই মেয়েকে কাছাকাছি পেয়ে পেয়ে গিয়েছে দীপা। এখন দেখার ধারাবাহিকের মূল ট্রাক কবে আসে আর কবে মিশকার  শয়তানি ধরা পড়ে যায়।