• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েই করবো না! বাস্তবের প্রেম নিয়ে প্রশ্ন করতেই সোজা জবাব ‘দীপা’ অভিনেত্রী স্বস্তিকার

Published on:

Swastika Ghosh Anurager Chhowa Surjo Deepa

এই মুহূর্তে বাংলার সেরা সিরিয়াল একটাই, আর হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়িকা দীপাকে (Deepa) তো এখন এক কথায় চোখে হারাচ্ছেন দর্শক। ধারাবাহিকে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

প্রসঙ্গত এই সিরিয়ালে তাঁর সাবলীল অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। সকলের থেকে অফুরন্ত ভালোবাসা পেয়ে ছোট পর্দার দীপা এখন বাংলা সিরিয়ালের দর্শকদের  একেবারে ঘরের মেয়ে। তবে  জানলে অবাক হবেন আদতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বাসিন্দা স্বস্তিকার বয়স এখন মাত্র ১৯ বছর।

Anurager Chhowa Surjo Deepa New Twist

ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক সূর্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)কে। এখনকার বাংলার সিরিয়ালের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল তারা। টিভির পর্দায় যখনই তাঁরা একফ্রেমে ধরা দেন কোথাও গিয়ে যেন একটা ম্যাজিক কাজ করে।
তাই দর্শকদের অনেকেই মনে করেন সূর্য দীপার পর্দার প্রেম বোধ হয় গড়িয়েছে বাস্তবেও। যদিও ইতিপূর্বে বহুবার দিব্যজ্যোতি স্বস্তিকা দুজনেই জানিয়েছেন তারা শুধুমাত্র একে অপরের ভালো বন্ধু। আর এরই মধ্যে সম্প্রতি ইউটিউব চ্যানেল টলি টাইমের সাথে একান্ত সাক্ষাৎকারে বসেছিলেন দীপা অভিনেত্রী স্বস্তিকা। সেখানে র‍্যাপিট ফায়ার রাউন্ডে তাঁর কাছে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল।
Tv actress who played mother's role in bengali serial
যার মধ্যে অন্যতম ছিল পর্দার দীপা বাস্তবে কবে বিয়ে করছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর জবাব শুনে একেবারে মন ভেঙে গিয়েছে তাঁর পুরুষ ভক্তদের। সকলেই যখন পর্দার দীপার মতো স্ত্রী পেতে চাইছেন  তখন সকলের মন ভেঙে দিয়ে স্বস্তিকা জানিয়েছেন ‘তিনি হয়তো জীবনে বিয়েই করবেন না’। অভিনেত্রী জানান তার জীবনের লক্ষ্য খুব ভালো একজন অভিনেত্রী হওয়া। এখন তাই চুটিয়ে নিজের কাজটাই করতে চান তিনি।

তবে এদিন পর্দার স্বামী অর্থাৎ সূর্য অভিনেতা দিব্যজ্যোতির গাল ভরা প্রশংসা করে  স্বস্তিকা জানান ‘দিব্যজ্যোতি খুবই ভালো ছেলে।  ওর মত একজন পজিটিভ মানুষের সাথে জীবনে পরিচয় হওয়া খুবই প্রয়োজন ছিল।’  এছাড়াও স্বস্তিকা জানান তিনি চাইবেন আগামী দিনেও তাদের বন্ধুত্বটা যেন এরকমই থাকে। প্রসঙ্গত অনুরাগের ছোঁয়া সিরিয়ালেই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করলেও ইতিপূর্বে ‘সরস্বতী প্রেম’ এবং ‘দত্ত অ্যান্ড বৌমা’র মত দুটি জনপ্রিয় সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥