• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে হয়নি সূর্য-মিশকার, সোনার জন্মপরিচয় প্রকাশ্যে আসতেই সত্যের মুখোমুখি দীপা

Published on:

Anurager Chhowa Deepa comes to know Surjo Mishka didn't got married and sona is her own daughter

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত নম্বর ওয়ান ধারাবাহিক (Serail) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সপ্তাহে মাত্র ৫ দিন সম্প্রচারিত হয়েও টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়াল। আর যেভাবে ধারাবাহিকের কাহিনীতে একের পর এক টুইস্ট আসছে তাতে এমনটা হওয়াই স্বাভাবিক। সম্প্রতি রূপার (Rupa) আসল পরিচয় জেনেছে সূর্য। ধারাবাহিকের আসন্ন পর্বে মিশকার মুখোশ খুলবে এবং সোনার (Sona) জন্মপরিচয় জানতে পারবে দীপা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সাম্প্রতিক পর্বগুলিতে একের পর এক সকল সত্যির মুখোমুখি হচ্ছে সূর্য-দীপা। দীপা যে কবীরের স্ত্রী নয় তা জেনে গিয়েছে সূর্য। এরপরই তাঁর মনের ভুল কিছুটা ভাঙে। এবার দীপা জানতে পারবে মিশকাকে (Mishka) কোনও দিন বিয়েই করেনি তাঁর ডাক্তারবাবু। এমনকি সোনাও যে তাঁরই মেয়ে সেকথাও জানতে পারবে সে।

Anurager Chhowa, Surjya Sona and Deepa

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো। শীঘ্রই ১ ঘণ্টার মহাপর্ব আসছে ধারাবাহিকে। আর সেই পর্বেই একের পর এক সত্যের সম্মুখীন হবে দীপা। সেই সঙ্গেই নতুন মোড় নেবে ‘সুদীপা’র সম্পর্ক।

স্টার জলসার তরফ থেকে প্রকাশিত নতুন প্রোমোয় দেখা গিয়েছে, সেনগুপ্ত বাড়িতে লাবণ্য এবং প্রবীরের বিবাহবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সেই সুযোগে রূপাকে এক ঝলক দেখতে সূর্যদের বাড়িতে আসে দীপা। তখনই ফোনে মিশকার সঙ্গে গুণ্ডাদের কথোপকথন শুনে ফেলে সে।

Anurager Chhowa, Mishka and Deepa

সেই কথোপকথন শুনে দীপা জানতে পারে, সূর্য মিশকাকে কোনও দিন বিয়েই করেনি। মিশকা সূর্যর স্ত্রী নয়। আর একথা জেনেই চমকে ওঠে দীপা। পরমুহূর্তেই তাঁর মনে প্রশ্ন জাগে, সূর্য-মিশকার বিয়ে না হলে সোনা কে? এরপর দেখা যায়, দীপা লাবণ্যর কাছে গিয়ে শুনতে পায় তাঁর শ্বশুর-শাশুড়ি দুই মেয়ে নিয়ে সূর্য-দীপার সাজানো সংসারের কথা বলছে।

লাবণ্যর মুখ থেকে দুই মেয়ের কথা শুনেই দীপার কাছে সোনার জন্মপরিচয় পরিষ্কার হয়ে যায়। এত বছর পর নিজের আর এক মেয়েকে খুঁজে পেয়ে কী করবে দীপা? সে কী এবার সূর্যকে সমস্ত সত্যিটা খোলসা করে বলবে নাকি ফের দূরে চলে যাবে ‘সুদীপা’? আগামী ২৭ এবং ২৮ মার্চ ‘অনুরাগের ছোঁয়া’র এক ঘণ্টার মহাপর্বেই মিলবে সেই উত্তর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥