• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই প্রেম করছেন সূর্য-দীপা! পাহাড়ে গিয়ে দিব্যজ্যোতির সাথে রোম্যান্টিক ছবি পোস্ট স্বস্তিকার

একসঙ্গে কাজ করতে গিয়ে মন দেওয়া নেওয়া হয় বিনোদন দুনিয়ার বহু তারকার। গত কয়েকমাস ধরে যেমন শোনা যাচ্ছে, বাস্তবে প্রেম করছেন স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য-দীপা তথা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। এই দুই তারকার একটি সাক্ষাৎকার থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। এরপর যত সময় এগোচ্ছে ততই জোরালো হচ্ছে সেই চর্চা।

আসলে একটি নামী ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় সূর্য অভিনেতা দিব্যজ্যোতি বলেছিলেন, সূর্য (Surjya)-দীপার (Deepa) জুটি তাঁরও খুব পছন্দের। এরপরই লাজুক হাসি হেসে ওঠেন অভিনেতা। ব্যস, এরপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়ে যায় অনুরাগীদের মধ্যে। সম্প্রতি আবার স্বস্তিকার শেয়ার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখার পর থেকে সেই জল্পনা আরও কয়েক গুণ তীব্র হয়ে গিয়েছে।

   

Dibyojyoti Dutta and Swastika Ghosh

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সূর্য-দীপা এখন দার্জিলিং বেড়াতে গিয়েছে। যদিও তাঁরা একা নন, বরং দুই মেয়ে সোনা-রূপা সহ সম্পূর্ণ সেনগুপ্ত পরিবার গিয়েছে তাঁদের সঙ্গে। কিন্তু এ তো নাহয় গেল রিল লাইফের কথা। কিন্তু সেই পাহাড়ে গিয়েই দিব্যজ্যোতির সঙ্গে স্বস্তিকা একটি মাখোমাখো ছবি পোস্ট করেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দু’জনের রসায়ন। তবে আলাদাভাবে নজর কেড়েছে অভিনেত্রীর ক্যাপশন।

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’র দীপা নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাছে, দিব্যজ্যোতির কাছাকাছি এসে তাঁর কানে কানে কিছু একটা বলছেন তিনি। দুই তারকার মুখেই রয়েছে নরম হাসি। পর্দার স্বামীর সঙ্গে এই ছবিটি শেয়ার করে স্বস্তিকা ক্যাপশনে লিখেছেন, ‘কথা কিছু বুঝে নিতে হয়’। সঙ্গে আবার যোগ করেছেন ঠোঁটে আঙুল রাখা একটি ইমোজি।

Dibyojyoti Dutta and Swastika Ghosh

পর্দার দীপার এই পোস্ট দেখেই নেটিজেনদের অনুমান, তাহলে কি এভাবেই নিজেদের প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন ‘অনুরাগের ছোঁয়া’ জুটি? যদিও এই বিষয়ে আর বাড়তি একটি শব্দও খরচ করেননি দিব্যজ্যোতি-স্বস্তিকা। আর তাতেই বেড়েছে তাঁদের প্রেমের চর্চা।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’য় সূর্য-দীপার মধ্যেকার ভুল বোঝাবুঝি এখনও মেটেনি। সূর্য এও জানে না, রূপা আসলে তাঁরই সন্তান। পাশাপাশি দীপাও সোনার আসল পরিচয় সম্বন্ধে অবগত নয়। এবার দেখা যাক, দার্জিলিংয়ে গিয়ে যাবতীয়ভুল বোঝাবুঝি মিটিয়ে সূর্য-দীপা ফের কাছাকাছি আসে কিনা।