• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিনফিনে শাড়ি উঁকি দিচ্ছে ক্লিভেজ, রাতারাতি পাল্টে গেল দীপার লুক! চোখ সরানো দায় সকলের

Published on:

Anurager Chhowa Deepa AKA Swastika Ghosh shared a reel video on Tum Kya Mile

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। এই ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। দর্শকদের অনেকের কাছেই স্বস্তিকা এখন পরিচিত ‘দীপা’ নামে। সম্প্রতি সেই ‘দীপা’রই একটি ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়।

এমনিতে স্বস্তিকা সমাজমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। মাঝেমধ্যেই নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধিত নানান পোস্ট করে থাকেন তিনি। এর মধ্যে বহু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল-ও হয়। সম্প্রতি যেমন স্বস্তিকার একটি রিল ভিডিও (Reel Video) দেখে হাঁ হয়ে গিয়েছে নেটিজেনরা। পর্দার দীপার (Deepa) এই ভোলবদল দেখে অনেকেই বেশ অবাক হয়ে গিয়েছেন।

Anurager Chhowa Deepa, Swastika Ghosh reel video

এমনিতে স্বস্তিকার নাম শুনলেই দর্শকদের মাথায় প্রথমে দীপার লুকটাই মাথায় আসে। রোজ টিভির পর্দায় তাঁকে বাঙালি গৃহবধূর লুকে দেখতে দেখতে অনেকেই ভাবেন বাস্তবেও হয়তো স্বস্তিকা এমনই। তবে সেই ধারণা কিন্তু ঠিক নয়। সম্প্রতি যেমন দীপার লুক ভেঙে একেবারে বোল্ড অবতারে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের একাংশের।

কয়েকদিন আগে ‘অনুরাগের ছোঁয়া’ নায়িকা নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওয় তাঁকে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র ‘তুম ক্যায়া মিলে’ (Tum Kya Mile) গানে কোমর দোলাতে দেখা গিয়েছে। দীপার সাদামাটা লুক ভেঙে একেবারে মোহময়ী-সাহসী অবতারে ধরা দিয়েছেন তিনি।

Swastika Ghosh reel video, Swastika Ghosh Tum Kya Mile reel video

পরনে সাদা রঙের ফিনফিনে শাড়ি, ব্লাউজের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ক্লিভেজ, সেই সঙ্গে স্বস্তিকার মোহময়ী এক্সপ্রেশন- সব মিলিয়ে একেবারে জমে গিয়েছে স্বস্তিকার এই রিল ভিডিও। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ সেই ভিডিও লাইক করে ফেলেছেন। সেই সঙ্গেই চলছে কমেন্টের বন্যা।


স্বস্তিকার পোস্টে কেউ লিখেছেন, ‘যেন মনে হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে বাতাস অনুভব করছে’। কেউ আবার পর্দার দীপাকে ‘ডানা কাটা পরী’ নাম দিয়েছেন। একজন তো আবার স্বস্তিকাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দিদি তুমি এতো মিষ্টি যে যতবার দেখি প্রেমে পড়ে যাই’। সব মিলিয়ে নেটিজেনদের মধ্যে স্বস্তিকার এই রিল ভিডিও যে তুমুল হিট তা নিয়ে কোনও সংশয় নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥