• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRPতে ফার্স্ট সাথে বর্ষপূর্তি, তবুও এই একটা কারণে বাতিল ‘অনুরাগের ছোঁয়া’র সেলিব্রেশন

Published on:

Anurager Chhowa Surjo Deepa Swastika Ghosh Dibyojyoti Dutta

দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে ১ বছর পার করল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) হলেন বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের নয়নের মণি।দর্শকদের ভালোবাসায় প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়াল। লাগাতার বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিয়ে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল।

আজ অর্থাৎ ৭ জানুয়ারি এই সিরিয়ালের জন্মদিন। তবে আজকের দিনে মন চাইলেও সেলিব্রেট করতে পারছেন সিরিয়ালের দীপা (Deepa) অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) এবং সূর্য (Surjo) অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Ghosh)। এমন একটা খুশির দিনে শরীর ভালো নেই সিরিয়ালের প্রধান নায়ক নায়িকার।

Anurager Chhowa Deepa Surjo

জানা গিয়েছে সিরিয়ালের জন্মদিনটা অসুস্থতার মধ্যে দিয়েই কাটছে পর্দার সূর্য দীপার। প্রচন্ড জ্বরে (Fever) কাবু দুজনেই। প্রচন্ড জ্বর নিয়েই নাকি  শুটিং করছেন স্বস্তিকা। এরইমধ্যে সোমবার শুটিং করতে করতেই ধুম  জ্বর এসেছে সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্তের।

তবে এদিন বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে আনন্দবাজার অনলাইনের তরফে  যোগাযোগ করা হয়েছিল দীপা অভিনেত্রী স্বস্তিকার সাথে। এদিন দর্শকদের মতোই নিজের চরিত্র নিয়ে ঢালাও প্রশংসা করে স্বস্তিকা বলেছেন  ‘দীপার চরিত্রটা প্রতিদিন আমি নতুন ভাবে দেখছি। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত চরিত্রে কখনও একঘেয়েমি আসেনি। আমার খালি মনে হচ্ছে যেন অনুরাগের ছোঁয়া আবার নতুন ভাবে শুরু করছি’।

Finally Surjo know the real identity of Rupa Anurager Chhowa promo on air

প্রসঙ্গত এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড অনুযায়ী দেখা যাচ্ছে কোনো সিরিয়াল শেষ হচ্ছে মাত্র ৩ মাসে তো কোনো সিরিয়ালের আয়ু ৬ মাস। সেইসাথে নিত্যনতুন সিরিয়ালের আনাগোনা তো লেগেই রয়েছে। এরমাঝে হেসে খেলে এক বছর পার করে ফেলা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ভক্তদের কাছে কম গর্বের বিষয় নয়।

এই সিরিয়াল নিয়ে গর্ব করেন খোদদীপা অভিনেত্রী স্বস্তিকাও। তাই এদিন অভিনেত্রীর নিজের মুখেই বলেছেন ‘প্রতিটা সিরিয়ালের ক্ষেত্রে দেখা যায় শুরুর দিনগুলোতে খুব ভাল টিআরপি থাকে। শেষের দিকে যার মান পড়তে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে তা উল্টো। প্রথম দিন থেকেই নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি। শেষ কয়েক সপ্তাহ রয়েছি টিআরপি তালিকায় সবার প্রথমে’। এক্ষেত্রে বেশ কিছুটা ক্রেডিড তিনি দিয়েছেন সিরিয়ালের দুই খুদে সদস্য সোনা-রুপাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥