• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুপার দিকে তাকালে চোখ উপড়ে ফেলব, মিশকাকে ‘হুঁশিয়ারি’ দীপার, জমজমাট পর্ব ‘অনুরাগের ছোঁয়া’য়

Published on:

Anurager Chhowa Deepa Warns Mishka not to harm Rupa

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে সেরার সিংহাসন দখল করে রয়েছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) হলেন বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের নয়নের মণি। টিভির পর্দায় এই প্রিয় জুটিকে একসাথে দেখতেই চোখে হারায় দর্শক।

দর্শকরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন ‘সুদিপা’ (Sudeepa)। ধারাবাহিকে সূর্যের (Surjo) চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Ghosh) অন্যদিকে দীপা (Deepa) চরিত্রে রয়েছেন টেলি অভিনেত্রী  স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। টিভির পর্দায় এই মিডটি জুটির দুর্দান্ত রসায়ন দেখলেই চোখ জুড়িয়ে যায় দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist

দর্শকদের ভালোবাসায় প্রত্যেক সপ্তাহেই বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়ে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। এই মুহূর্তে সিরিয়ালের প্রতিটি পর্বে চলছে টানটান উত্তেজনার পর্ব। এখন সূর্য-দীপা সোনা রুপা সহ সেনগুপ্ত বাড়ির প্রত্যেক সদস্য গিয়েছে দার্জিলিংয়ে ছুটি কাটাতে। আজ ধারাবাহিকে দেখানো হবে দীপা আর মিশকার নতুন চ্যালেঞ্জ।

Anurager Chhowa Deepa Mishka DNA test Challenge

আগে থেকেই ফাঁস এই পর্বে দেখা যাবে মিশকা রুপাকে একা পেয়ে তাকে আলাদা করে ডেকে এনে ভয় দেখাবে এমনকি তার গায়ে হাত তুলতে যাবে। তখনই সেখানে এসে মেয়েকে বাঁচাবে দীপা। আর সেইসাথে এই পর্বে দর্শক দেখবেন দীপার সেই আগের প্রতিবাদী রূপ। মেয়ে রুপার গায়ে হাত তুলতে যাওয়ায় প্রচন্ড রেগে যায় দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist

এমনকি এবার সে সরাসরি মিশকাকে ডি এন এ টেস্ট করানোর হুঁশিয়ারি দিয়ে বলে ‘আমার সঙ্গে যা অন্যায় করার করেছে, আমার মেয়ের ক্ষতি করলে রেয়াত করব না। DNA টেস্ট করে প্রমাণ করে দেব সূর্যই রুপার  বাবা, তখন কোথায় যাবে তোমার তাসের ঘর?’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist

এইভাবে দীপা মিশকাকে উচিত শিক্ষা দেওয়ায় খুব খুশী হয়েছেন দর্শক। এছাড়া এদিন দীপা মিশকা কে চড় মারার জন্য হাত তোলে। আর তাতেই ভয়ে উল্টে পড়ে যাবে সে। টিভির পর্দায়  এই পর্ব চুটিয়ে উপভোগ করেছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥