• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যের জন্য মানুষও খুন করতে পারি! অন ক্যামেরা কাকে ধমক মিশকার?

Published on:

Anurager Chhowa Mishka Surjo

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম তা হল স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য (Surjo)-দীপা (Deepa)-কে নিয়ে তো কোনো কথাই হবে না। সেই শুরুর দিন থেকেই তাদের এক কথায় চোখে হারায় দর্শক। আর দিন যাচ্ছে সময়ের সাথে সাথেই দর্শকমহলে বেড়েই চলেছে এই মিষ্টি জুটির জনপ্রিয়তা।

সিরিয়ালে নায়ক সূর্য (Surjo) চরিত্রে অভিনয় করে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। অন্যদিকে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন নবাগতা  টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। টেলিভিশনের  পর্দায়  তাদের সম্পর্কের রসায়ন অল্পদিনেই  বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে দর্শকমহলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,উর্মি,Urmi

প্রসঙ্গত বাংলা সিরিয়ালের দুনিয়ায় অনুরাগের ছোঁয়া এমনই একটি সিরিয়াল যেখানে নায়ক নায়িক অর্থাৎ দর্শকদের প্রিয় ‘সুদীপা’ জুটি ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক চরিত্র। আসলে এই সিরিয়ালের নায়ক সূর্য আর নায়িকা দীপা হলেও আরও দুজন খলনায়িকা আছে যারা সূর্যকেই বিয়ে করতে চেয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,উর্মি,Urmi

তাদের মধ্যে অন্যতম হল দীপার সৎ বোন উর্মি (Urmi)। যে আবার দীপার দেওর জয়ের বৌ। পর্দায় এই উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী (Soumily Chakraborty)। এছাড়া সূর্যর প্রিয় বান্ধবী মিশকা (Mishka) তো আছেই। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)-কে। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা সকলেই জানেন সিরিয়ালে এই মিশকা বিবাহিত সূর্যকে নিয়ে রীতিমতো ‘অবসেসড’ (Obsessed)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,উর্মি,Urmi

সম্প্রতি পর্দার এই দুই  হতে চায় বৌ এবং হতে পারতো বৌ মিশকা এবং উর্মিকে নিয়ে টলি টাইমের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এদিন মিশকা অভিনেত্রী অহনা নিজের মুখেই জানান সিরিয়ালে সে সূর্যকে নিয়ে এতটাই ‘অবসেসড’ যে তাকে পাওয়ার জন্য ইতি মধ্যেই মানুষ খুনের মতো কাজ করে ফেলেছেন। আর ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছুও করতে পারেন তিনি।

অন্যদিকে উর্মি যে আগে সূর্যকে বিয়ে করতে চেয়েছিল।  সিরিয়ালে প্রেগন্যান্ট হওয়ার পর সে এখন সম্পত্তি পাওয়ার লোভে মরিয়া হয়ে উঠেছে। তার এখন একটাই লক্ষ্য সূর্যের মা অর্থাৎ স্বয়ং লাবণ্য সেনগুপ্তর সিংহাসন ছিনিয়ে নেওয়া। অন্যদিকে সূর্য অভিনেতা দিব্যজ্যোতি এদিন জানান তার আর দীপার ভালোবাসার স্তরটা এতটাই পুরু যে তা কখনই শেষ হওয়ার নয় এই জন্যই বারবার ঝগড়া হওয়ার পরেও তারা একে অপরকে ভালোবাসে। অন্যদিকে মজা করেই মিশকা আর উর্মির ভালোবাসাকে সহজে ভঙ্গুর চাইনিজ প্রোডাক্টের সাথে তুলনা করেন পর্দার সূর্য। সব মিলিয়ে এদিন তাদের অফস্ক্রিন খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥