• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্য শো মাস্ট গো অন! শরীরে জখম নিয়েই জোরকদমে শুটিং করছেন অনুরাগের ছোঁয়ার সূর্য

Published on:

Anurager Chhowa Surjo Dibyojyoti Dutta

এই মুহূর্তে বাংলায় জুড়ে সিরিয়ালপ্রেমী দর্শকদের মুখে মুখে ঘোরাফেরা করছে একটাই নাম তা হল স্টার জলসার (Star Jalsha)’অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই মেগা সিরিয়াল নিয়ে দর্শকদের পাগলামির শেষ নেই। এইমাত্র কদিন আগেই  সিরিয়ালের বয়স এক বছর পূর্ণ করেছে। তাছাড়া কদিন আগেই গোটা টিম পাহাড় গিয়ে শুটিং ছেড়ে এসেছে।

তারপর কলকাতায় ফিরেই জোর কদমে শুটিং চলছে সিরিয়ালের। এই ধারাবাহিকের নায়ক সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্তর বয়স এখন মাত্র ২৩। এই বয়সেই তিনি দুই মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন। যা টিভির পর্দায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। প্রতি সপ্তাহেই যার ছাপ পড়ছে টিআরপি তালিকাতেও। এরইমধ্যে ঘটে গেল এক বড়সড় অঘটন।

স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,Leg Fructured,পা ভাঙা

আচমকাই পায়ে চোট পেয়েছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়ক সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। গতকাল রাতেই অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পায়ে প্লাস্টার করা একটি ছবি শেয়ার করেছিলেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে নেট পাড়ায়। সেই ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন ‘জীবনটা অনেক সুন্দর, হাসতে ভুলো না’।

স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,Leg Fructured,পা ভাঙা

কিন্তু পর্দার সূর্যর পায়ের ওই চোট দেখে ততক্ষণে দর্শকদের মধ্যে ঘোরাফেরা করছে করতে শুরু করেছে বেশ কয়েকটা প্রশ্ন। প্রথমেই সবাই উদ্বিগ্ন হয়ে জানতে চাইছেন কিভাবে চোট পেলেন দিব্যজ্যোতি? এছাড়া দর্শকদের আরও প্রশ্ন ‘তাহলে কি পর্দায় এবার আর দর্শকদের প্রিয় ডক্টর সূর্যকে দেখা যাবে না?

আসলে জানা গিয়েছে সম্প্রতি নাচের ক্লাসে ওয়ার্ম আপ করতে গিয়ে আচমকাই পায়ে চোট পেয়েছিলেন অভিনেতা। প্রথমে ভাবা হয়েছিল পায়ে চিড় ধরেছে কিন্তু পরে জানা যায় পা ভেঙেছে অভিনেতার। তাই চিকিৎসকের পরামর্শ মতো প্লাস্টার করান তিনি।

স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,Leg Fructured,পা ভাঙা

তাই বলে কিন্তু শুটিং বন্ধ নেই অভিনেতার। এই অবস্থাতেই শুটিং করছেন তিনি। সম্প্রতি এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন কে অভিনেতা জানিয়েছেন ‘পায়ের পাতায় চিড় ধরেছে, বুঝতেই পারলাম না, কী ভাবে হল। ব্যথা আছে।’ এছাড়া শুটিং থেকে বিরতি প্রসঙ্গে অভিনেতা বলেন ‘একেবারেই নয় এ ভাবেই শুটিং করছি। কিছু করার নেই।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥