• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে সবাই স্বার্থপর, তাই আজ মরতে বসেছে! ইন্ডাস্ট্রির নোংরামি নিয়ে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ

Updated on:

Anurag Kashyap talks about lack of unity in Bollywood

বলিউডের নামী পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) নিজের কথা সকলের সামনে রাখতে কোনোদিন ভয় পাননি। একাধিক বিতর্কিত বিষয়ে প্রকাশ্যে নিজের মতামত রেখেছেন তিনি। সম্প্রতি যেমন ফের বলিউড (Bollywood) খারাপ দিক সম্বন্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন এই নামী পরিচালক।

অনুরাগ এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘দোবারা’র প্রচার চালাচ্ছেন। তাপসী পান্নু অভিনীত এই ছবিটি রহস্য, রোমাঞ্চ ঘরানার। আর এই ছবির প্রচারে গিয়েই বলিউডের খারাপ দিক সম্বন্ধে দর্শকদের জানিয়েছেন বলিপাড়ার এই নামী পরিচালক।

Anurag Kashyap speaking

‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক বলিউডের মানুষদের মধ্যে ঐক্য না থাকা এবং সেখানকার ‘ক্যানসেল কালচার’ নিয়ে মুখ খুলেছেন। তবে তিনিই কিন্তু প্রথম নন, এর আগে এই বিষয়ে মুখ খুলেছিলেন নামী পরিচালক মুকেশ ভাটও।

অনুরাগের মতে, বলিউডে একেবারেই কোনও ঐক্য নেই। আর ঠিক সেই কারণেই বর্তমানে এত খারাপ সময় মধ্যে দিয়ে যাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি এমনই। আমি নিজে বহুবার এমন জিনিসের সম্মুখীন হয়েছি। আমার মনে আছে আমি একবার একজন সহকর্মীর পাশে দাঁড়িয়েছিলাম। এরপর আমায় বলা হয়েছিল, এটা আমার লড়াই নয়। তাই আমায় নিজের মুখ বন্ধ করে নিতে বলা হয়’।

Anurag Kashyap speaking

সম্প্রতি যেমন ‘দোবারা’ পরিচালক এটি ছাড়াও আরও একটি বিতর্কে জড়িয়েছেন। ‘দোবারা’ ছবির প্রচারে গিয়ে অভিনেত্রী তাপসী পান্নু এবং অনুরাগ দর্শকদের কাছে অনুরোধ করেছিলেন তাঁদের ছবি বয়কট করার। কারণ তাঁরাও আমির এবং অক্ষয়ের সঙ্গে থাকতে চান। যা শোনার পর নেটিজেনদের একাংশ ‘অহংকারী’ বলে কটাক্ষ করেছেন দু’জনকে।

অনুরাগ পরিচালিত ছবি ‘দোবারা’র কথা বলা হলে, ছবিটি টাইম ট্রাভেল নিয়ে তৈরি হয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট স্প্যানিশ ছবি ‘মিরাজ’এর হিন্দি রিমেক এটি। আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥