• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তাপসীর চেয়ে আমার গুলো বড়! ‘স্তন’ নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে কটাক্ষের শিকার অনুরাগ কাশ্যপ

Updated on:

Anurag Kashyap says I have bigger boobs than Taapsee Pannu

অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) বলিউডের এমন একজন পরিচালক যিনি নিজের কেরিয়ারে বহুবার বহু বিতর্কে জড়িয়েছেন। এবার যেমন ছবির প্রচারে গিয়ে নিজের ছবির নায়িকা তাপসী পান্নুর (Taapsee Pannu) স্তন নিয়ে ‘কুমন্তব্য’ করে বসলেন পরিচালক। যা নিয়ে বেশ চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ।

তাপসী এবং অনুরাগী এই মুহূর্তে তাঁদের আগামী ছবি ‘দোবারা’র প্রচার করছেন। সেখানে গিয়েই নায়িকার স্তন নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন পরিচালক। আসলে অনুরাগকে রণবীর সিংয়ের চর্চিত নগ্ন ফটোশ্যুট নিয়ে মন্তব্য করতে বলা হয়েছিল। সেই বিষয়ে কথা বলার সময়ই বিতর্কিত মন্তব্য করে বসেন পরিচালক।

Anurag Kashyap speaking

একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রণবীরের ফটোশ্যুটের প্রসঙ্গে কথা বলার সময় অনুরাগ বলেন, ‘ও সত্যিই আগুন লাগিয়ে দিয়েছে। ও শুধু ইন্টারনেট নয়, আমার আত্মবিশ্বাসও ভেঙে দিয়েছে। আমি কী করে সেটা আবার ফিরে পাব? হিন্দুস্তানের প্রত্যেক পুরুষ এই বিষয়ে চিন্তিত হয়েই রণবীরের ওপর আক্রমণ করছে’।

‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালকের সংযোজন, বেশিরভাগ পুরুষের রণবীরের মতো চেহারা নেই বলে তাঁরা হিংসে করছে। অনুরাগ এরপর মজা করে বলেন, ‘ও এমনিতেই ভউয় পায় (তাপসীর দিকে তাকিয়ে)। ও একটু ভয়ে ভয়ে থাকে, কারণ ওঁর স্তনের থেকে আমার স্তন বড়’। পরিচালকের মুখ থেকে একথা শোনামাত্রই ‘প্রতিক্রিয়া’ দেন নায়িকা। হা হা করে হেসে ওঠেন বড় পর্দার মিতালি রাজ।

Taapsee Pannu

তাপসী-অনুরাগ জুটি অবশ্য এই প্রথম নয়, এর আগেই নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছিল। ‘দোবারা’ ছবির প্রচারে গিয়েই তাঁরা দর্শকদের সেই ছবি বয়কট করার অনুরোধ করেছিলেন। যা শুনে অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। অনেকে তো আবার ‘প্রচণ্ড অহংকার’ বলে ধুয়েও দিয়েছিলেন নায়িকা এবং পরিচালককে।

Taapsee Pannu and Anurag Kashyap

‘দোবারা’র দিক থেকে বলা হলে, এটি স্প্যানিশ ছবি ‘মিরাজ’এর হিন্দি রিমেক। রহস্য, রোমাঞ্চে ভরা এই ছবিতে তাপসী ছাড়াও অভিনয় করেছেন পাভেল গুলাটি, রাহুল ভাটের মতো অভিনেতারা। আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥