• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অরিজিতের গান শুনে কান্না পায়! ‘বিরোধিতা করিনি’, বিতর্ক বাড়তেই সাফাই অনুরাধা পাড়োয়ালের

Published on:

Anuradha Paudwal clarifies her statement on Arijit Singh song

গত কয়েকদিন ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে নামী সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)। অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়ে করা তাঁর একটি বক্তব্য একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনরা। তা নিয়ে প্রবল বিতর্কও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন গায়িকা নিজে। জানালেন, তিনি অরিজিতের বিরোধিতা করতে চাননি।

‘হেট স্টোরি ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ ফির তুম পে’র (Aaj Phir Tum Pe) রিমিক্স ভার্সন নিয়ে মুখ খুলেছিলেন অনুরাধা। এই গানটির (Song) অরিজিনাল ভার্সনটি তিনি এবং পঙ্কজ উদাস গেয়েছিলেন। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ ছবিতে শোনা গিয়েছিল সেই গান। এরপর ফের বহু বছর পর ‘হেট স্টোরি ২’তে এই গানটি ব্যবহৃত হয়। সেই গানটি গান অরিজিৎ সিং।

anuradha-paudwal-explosive-comment-on-arijit-singhs-singing

সেই গান নিয়ে কথা বলতে গিয়েই অনুরাধা সম্প্রতি বলেন, তিনি নাকি ‘আজ ফির তুম পে’র রিমিক্স শুনে কেঁদে ফেলেছিলেন। এরপর ফের ইউটিউবে গিয়ে তিনি নিজের গাওয়া গান বেশ কয়েকবার শোনেন। এরপরই তিনি শান্তি পান। সেই সঙ্গে এও বলেন, যে কোনও রিমিক্স গান শুনলেই তাঁর কান্না পায়। নিজের গান না শুনলে শান্তি পান না বলে জানান গায়িকা।

অরিজিতের গাওয়া গান প্রসঙ্গে অনুরাধার এই মন্তব্য অনেকেই ভালোভাবে নেননি। অনেক লোক ভেবেছিলেন, গায়িকা হয়তো নিজের বক্তব্যের মাধ্যমে ‘কেশরিয়া’ গায়কের গায়কীকে ছোট করতে চাইছেন। অবশেষে বিতর্কের মুখে পড়ে ফের মুখ খুললেন অনুরাধা।

Anuradha Paudwal and Arijit Singh, Anuradha Paudwal on Arijit Singh

বলিপাড়ার এই নামী গায়িকা সাফ বলেন, ‘চিরকাল আমি রিমিক্সের থেকে মৌলিক গানকে এগিয়ে রেখেছি। আমি ‘আজ ফির তুম পে’র রিমিক্স ভার্সন নিয়ে বক্তব্য রেখেছিলাম, গায়ককে নিয়ে নয়। অরিজিনাল সৃষ্টিকে মাথায় রেখেই রিমিক্স বানানো উচিত। নব্বইয়ের দশকে প্রচুর রিমিক্স গান তৈরি হয়েছে। তবে তাতে মৌলিক গানের প্রতি কোনও সুবিচার হয়নি’।

অনুরাধার সংযোজন, ‘আমি সকল সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি অযথা আমার বক্তব্যের অন্যরকম ব্যাখ্যা করে সেনসেশন তৈরি করার চেষ্টা করবেন না। এই পৃথিবীতে আরও অনেক ভালো ভালো কাজ করেছে। সেগুলো নিয়ে নাহয় আলোচনা করা হোক’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥