হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা (Hindi Television Actor) হলেন নীতেশ পাণ্ডে (Nitesh Pandey)। বহু জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। টিআরপি টপার হিন্দি সিরিয়াল ‘অনুপমা’তেও (Anupamaa) অভিনয় করছিলেন তিনি। বুধবার সকালে জানা যায়, আচমকাই প্রয়াত হয়েছেন তিনি। প্রিয় অভিনেতার অকালপ্রয়াণের (Death) খবরে প্রচণ্ড ভেঙে পড়েছেন অনুরাগীরা।
গত কয়েকদিনে বিনোদন দুনিয়ার একাধিক তারকা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রথমে জানা যায়, ‘গৌরী এলো’ অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এরপর সামনে আসে হিন্দি টেলি অভিনেতা আদিত্য সিং রাজপুত এবং ‘আরআরআর’ খ্যাত রে স্টিভেনসনের মৃত্যুর খবর। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই বুধবার সকালে হিন্দি টেলি ইন্ডাস্ট্রি থেকে জোড়া মৃত্যুর সংবাদ আসে।
আজ সকালে জানা যায়, গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। বৈভবীর মতো প্রতিভাবান অভিনেত্রীর অকালপ্রয়াণের খবরে মন ভেঙে গিয়েছিল অনেকের। সেই ধাক্কা কাটতে না কাটতেই জানা গেল, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন নীতেশ।
‘অনুপমা’ খ্যাত এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর। নীতেশের প্রয়াণের খবর দিয়েছেন তাঁর শ্যালক। জানা গিয়েছে, নাসিকের লাগাতপুরী অঞ্চলে অভিনেতা শ্যুটিং করছিলেন। সেই সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘অনুপমা’য় অভিনয় করা ছাড়াও হিন্দি টেলিভিশনের আরও বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছিলেন নীতেশ। মূলত কৌতুকাভিনেতার রোলেই দেখা যেত তাঁকে। এছাড়া বেশ কিছু বলিউড ছবিতেও কাজ করেছিলেন তিনি। শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’, সলমন খানের ‘দাবাং’ এবং বলিউডের নামী পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘খোসলা কা ঘোসলা’য় অভিনয় করেছিলেন তিনি।
গত প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশনে কাজ করছেন নীতেশ। সদাহাস্যময় এই অভিনেতার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর কাছের মানুষরা। জানা গিয়েছে, নীতেশের অকালপ্রয়াণে প্রচণ্ড ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। স্বামীকে হারিয়ে দিশেহারা অবস্থা অর্পিতা পাণ্ডের।