• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছক্কা হাঁকাল ‘অনুপমা’! সেরা জুটি-সেরা অভিনেত্রী, একাধিক পুরস্কার জিতল বাঙালি নায়িকা রূপালি

সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস ২০২৩ (Indian Telly Awards 2023)। প্রত্যেক বছর সিরিয়াল প্রেমী মানুষরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ এই দিনেই তাঁদের প্রিয় টেলি তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চলতি বছরও এর অন্যথা হল না। সেরা অভিনেতা-অভিনেত্রী থেকে সেরা জুটি- একাধিক বিভাগে খেতাব জিতলেন হিন্দি টেলি তারকারা। আজকের প্রতিবেদনে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস ২০২৩’র বিজেতাদের (Winner) সম্পূর্ণ তালিকা তুলে ধরা হল।

মঙ্গলবার মায়ানগরীতে আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি। রূপালি গাঙ্গুলী, গৌরব খান্না, প্রণালী রাঠৌর, হর্ষদ চোপড়া থেকে শুরু করে উরফি জাভেদ, ফহমান খান সহ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একাধিক তারকা উপস্থিত হয়েছিলেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। কে কাকে টেক্কা দিয়ে কোন বিভাগে জয়ী হলেন তা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

   

Indian Telly Awards, Indian Telly Awards 2023, Indian Telly Awards 2023 winners

হিন্দি টেলিভিশনের প্রত্যেকটি হিট জুটিকে হারিয়ে ‘বেস্ট অনস্ক্রিন কাপল’এর পুরস্কার জিতেছেন ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ অভিমন্যু-অক্ষরা অর্থাৎ হর্ষদ এবং প্রণালী। অবশ্য তাঁরা একা নন, সেরা জুটির পুরস্কার পেয়েছেন ‘অনুপমা’ খ্যাত রূপালি এবং গৌরব তথা অনুপমা এবং অনুজও।

Abhimanyu Akshara and Anupama Anuj

এছাড়াও গতকালের অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন ‘অনুপমা’ অভিনেত্রী রূপালি। সেরা খলনায়ক-খলনায়িকা বিভাগে পুরস্কৃত হয়েছেন করণবীর গ্রোভার, মেহেক চাহাল এবং কিশোরী সাহানে। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত তিওয়ারিজি অর্থাৎ রোহিতাশ গোর সেরা অভিনেতার (কমিক রোল) খেতাব জিতেছেন।

Bhabhiji Ghar Par Hai Tiwari Ji, Rohitash Gaud

এছাড়া গতকালের অনুষ্ঠানে সেরা সঞ্চালক, সেরা শিশু শিল্পীর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এই দুই বিভাগে জয়ী হয়েছেন যথাক্রমে অর্জুন বিজলানি এবং ‘অনুপমা’ খ্যাত অস্মি দেব। ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডসে ‘অনুপমা’ একাধিক বিভাগে জয়ী হলেও, সেরা সিরিয়ালের খেতাব কিন্তু জিততে পারেনি।

Anupama, Anupama sad

অনেকেই ভেবেছিলেন, রূপালি গাঙ্গুলী অভিনীত এই জনপ্রিয় সিরিয়ালের হাতেই হয়তো সেরা ধারাবাহিকের পুরস্কার উঠবে। কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’। এছাড়া বর্ষসেরা সিটকমের পুরস্কার পেয়েছে ‘ভাবিজি ঘর পর হ্যায়’।