হিন্দি টিভি সিরিয়ালের (HindiTv Serial) জগতের অত্যন্ত পরিচিত অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। আদতে বাঙালি এই অভিনেত্রীকে ইদানিং দেখা স্টার প্লাসের (Star Plus) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ (Anupama)-তে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপালি।
যা আসলে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’র (Sreemoyee) হিন্দি রিমেক।শুরু থেকেই এই সিরিয়ালে রূপালীর অভিনয় দারুন প্রশংসা পেয়েছে দর্শকমহলে। দীর্ঘদিনের অভিনয়ের ক্যারিয়ারে একাধিক সব সুপারহিট ধারাবাহিকে অভিনয় করেছেন রূপালী গাঙ্গুলী।
তবে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে রূপালী অভিনীত মনীষা চরিত্রটি আজও মনে রয়ে গিয়েছে দর্শকদের। এছাড়াও ‘বা বহু অর বেবি’ কিম্বা ‘কুছ খট্টে কুছ মিঠে’-তেও দাপিয়ে অভিনয় করেছিলেন তিনি। তাই সব মিলিয়ে দেশজুড়ে অসংখ্য অনুরাগী রয়েছে এই বাঙালি অভিনেত্রীর।
দীর্ঘদিনের অভিনয় জীবনে নিজের অভিনয় গুণেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন রুপালি। তবে শুধু অভিনয় নয় এবার ভক্তদের মন জয় করে নিল বর্ষীয়ান এই অভিনেত্রীর ব্যবহারও। সম্প্রতি এই অভিনেত্রী যোগ দিয়েছিলেন এক্সপেন্ডেবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
সেখানেই এদিন অভিনেত্রী বিশেষ সম্মান জানিয়ে পুরস্কার তুলে দিয়েছিলেন অভিজ্ঞ সাংবাদিক চৈতন্য পাড়ুকোনকে। আর এরপরেই সবাইকে অবাক করে দিয়ে এদিন চৈতন্য পাডুকনের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা গেল অভিনেত্রী রূপালী গাঙ্গুলিকে। এত বড় মাপের একজন অভিনেত্রী হয়েও এই অভিনেত্রী যে আজও ভারতীয় সংস্কৃতিকে ভোলেননি এদিনের এই ভাইরাল ভিডিওই তার প্রমাণ।
View this post on Instagram
প্রসঙ্গত ভারতীয় সংকৃতিতে বড়দের পা হাত দিয়ে আশীর্বাদ নেওয়ার যে রীতি প্রচলিত আছে। তা আজকের দিনে ভুলতে বসেছেন অধিকাংশ মানুষ। এদিন সেকথাই যেন চোখে আঙুল দিয়ে সবাইকে আরও একবার দেখিয়ে দিলেন পর্দার অনুপমা। এমনিতে আওয়ার্ড ফাংশন গুলিতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তাই এদিন রূপালীর এমন আচরণ দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।