হিন্দি টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন রূপালি গাঙ্গুলী (Rupali Ganguly)। বাঙালি এই অভিনেত্রী হিন্দি টেলি দুনিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শিল্পীদের মধ্যে একজন। জন্মসূত্রে বাঙালি হলেও কর্মসূত্রে রূপালি হয়ে উঠেছেন মুম্বইনিবাসী। নিজের কাজের মাধ্যমে মুগ্ধ করছেন সকলকে। কেরিয়ারে এত সফল হলেও অবশ্য পর্দার ‘অনুপমা’র (Anupama) ব্যক্তিগত জীবনে একটি আক্ষেপ রয়েছে। যা এখনও তাঁকে কুড়ে কুড়ে খায়।
বঙ্গ তনয়া রূপালির জনপ্রিয়তা পাওয়া শুরু ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের মাধ্যমে। এখন ‘অনুপমা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এই ধারাবাহিকে অভিনয় করে গোটা ভারতের দর্শকদের মন জয় করে নিয়েছেন রূপালি। যশ, খ্যাতি, অর্থের পাশাপাশি আদায় করেছেন প্রত্যেকের ভালোবাসা। তবে তা সত্ত্বেও এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এমন একটি অপূর্ণতা রয়েছে যা কখনও হয়তো পূরণ করা যাবে না।
পর্দার ‘অনুপমা’ ২০১৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন। ব্যবসায়ী অশ্বিন কে বার্মার সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। বিয়ের দু’বছরের মাথায় ২০১৫ সালে তাঁদের ঘর আলো করে আসে এক ছেলে। সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, মা হওয়ার পর তিনি সন্তানকে স্তন্যপান করাতে পারেননি।
আসলে মা হওয়ার পর অনেক মহিলার স্তনেই দুধ আসে না। রূপালিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। পাশাপাশি পর্দার ‘অনুপমা’ এও বলেন, মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে মহিলাদের প্রচণ্ড চাপের মধ্যে পড়তে হয়। সেই কথাও সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
রূপালি বলেন, ‘সন্তানের জন্মের আগে মহিলারা নিজেদের ওপর প্রচণ্ড চাপ নেন। কারণ সেই সময় সন্তানকে সেই সময় শুধুমাত্র মায়ের স্তনদুগ্ধই খেতে হয়। ধীরে ধীরে সন্তানও এই পরিস্থিতর সঙ্গে মানিয়ে নেয়। সকলে সেই সময় নানান উপদেশ দিত। তবে আমি সকলকে মাকে বলতে চাই, আমি কিন্তু নিজের সন্তানকে স্তনদুগ্ধ পান করাতে পারিনি। আর সেই জন্য মা হিসেবে আমার নিজেকে ব্যর্থ মনে হয়’।
পর্দার ‘অনুপমা’র সংযোজন, ‘ছেলের সঙ্গে বেরোলে চেনাপরিচিত মানুষরা আমায় জিজ্ঞেস করতেন, ‘এই তুই মনীষা না?’ তুই কত মোটা হয়ে গিয়েছিস!’ হয়তো তাঁরা খুব ভালোভাবেই কথাগুলো বলতেন। তবে আমার কিন্তু সেগুলো শুনতে খুব খারাপ লাগতো’। তবে রূপালি মা হিসেবে নিজেকে যতই ব্যর্থ মনে করুক না কেন, দর্শকরা কিন্তু তাঁকে প্রচণ্ড ভালোবাসেন। সম্প্রতি যেমন দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টেলিভিশন সিরিজের সবচেয়ে ভার্সেটাইল অভিনেত্রীর খেতাব জিতেছেন রূপালি।