• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে উপহারের বদলে অপমান! ভাইকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে কটাক্ষের শিকার অনুপম খের

Published on:

Anupam Kher wishes brother Raju Kher on his birthday with a video

বলিউড (Bollywood) অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেতাদের মধ্যে একজন। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। চলতি বছরের দু’টি সুপারহিট ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘কার্তিকেয় ২’তেও প্রশংসিত হয়েছেন অনুপমের অভিনয়। তবে এবার সেই অভিনেতাই এক বিতর্কে জড়িয়েছেন। সৌজন্যে ভাই রাজুর (Raju Kher) জন্মদিনে তাঁর শেয়ার করা একটি ভিডিও।

অনুপম খেরের ভাই রাজুও বলিউডের পরিচিত অভিনেতা। বেশ কিছু ছবিতে দেখা গিয়েছেন তাঁকে। তবে অনুপমের মতো সফল হতে পারেননি রাজু। আর ভাইয়ের জন্মদিনে ভিডিও শেয়ার করে সেই বিষয়টি নিয়ে খোঁচা মেরেই তাঁকে উইশ করেছেন অনুপম। যা একেবারেই ভালোলাগেনি নেটিজেনদের একাংশের।

Anupam Kher sad

রাজুকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সেই ভিডিও শেয়ার করে অনুপম লিখেছেন, ‘আমার ভাই রাজু জন্মদিনের শুভেচ্ছা জানাই। ঈশ্বর তোমায় এই পৃথিবীর সমস্ত খুশি দিক। ঈশ্বর তোমায় লম্বা আয়ু এবং সুস্থ জীবন দিক। তুমি দুনিয়ার সবথেকে ভালো ভাই। এই ভিডিও দুনিয়াকে জানানোর জন্য যে আমার জীবনে তুমি আছো বলে আমি কতটা ভাগ্যবান। ভালো থেকো আর আনন্দে থেকো’।

Anupam Kher and Raju Kher

অনুপমের শেয়ার করা ভিডিওয় তিনি যে কথাগুলি বলেছেন, সেখান থেকেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। অনুপমের শেয়ার করা ভিডিওয় দেখা যায় তিনি বলছেন, ‘তুমি আমার থেকে ছোট কিন্তু বড় ভাইয়ের মতো করে আমায় সমর্থন করো। আমি যতটা সফল তুমি ততটা সফল নও, দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু তুমি আমার সফলতাকে নিজের সাফল্য বানিয়ে নিয়েছ। এটা তোমার সবচেয়ে বড় গুণ। আমার মনে হয় না, আমি তোমায় জায়গায় থাকলে এমন অনুভব করতে পারতাম’।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

এরপর ভাইকে শুভেচ্ছা জানিয়ে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আমার যা খুশি আছে, সেটা আমরা দু’জন মিলে উপভোগ করি। আমাদের সম্পর্ক খুব সুন্দর। ঈশ্বর করুক যেন আমরা চিরকাল এমনটাই থাকি। ঈশ্বর করুক যেন প্রত্যেক ভাই তোমার মতো ভাই পায়। পুরো দুনিয়ার জন্য আমার এটি কামনা। তুমি খুব ভালো। ঈশ্বর তোমার রক্ষা করুক’।

Anupam Kher and Raju Kher

অনুপমের এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশের একেবারেই ভালোলাগেনি। রাজুর জন্মদিনেও তাঁর কেরিয়ারে অসফল হওয়ার বিষয়টি অভিনেতা স্মরণ না করালেও পারতেন, এমন মন্তব্য করেছেন অনেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥