• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে কাজ দেয় না করণ জোহর, আদিত্য চোপড়া, কষ্ট হয়! ৪০ বছর অভিনয়ের পর আফসোস অনুপম খেরের

Published on:

Anupam Kher talks about not getting a chance in Karan Johar, Aditya Chopra films

বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher) কখনওই নিজের মতামত পেশ করতে ভয় পান না। সম্প্রতি বলিউড বনাম সাউথ বিতর্কে মুখ খুলেছিলেন অভিনেতা। এবার প্রকাশ্যেই বলিউডের বড় প্রযোজনা সংস্থার (Production house) কর্ণধারদের সম্বন্ধে নিজের মতামত রাখলেন তিনি। যা নিয়ে ফের নেটপাড়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে।

চলতি বছর অনুপম খের অভিনীত ছবিগুলি বেশ ভালো ব্যবসা করছে। প্রথমে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। এবার দক্ষিণী ছবি ‘কার্তিকেয়া ২’ও ভালোই ব্যবসা করছে। তবে অনুপমের ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, সম্প্রতি অভিনেতা করণ জোহর (Karan Johar), আদিত্য চোপড়া (Aditya Chopra), সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) ছবিতে সুযোগ না পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন।

Karan Johar and Aditya Chopra

একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অনুপম বলেন, ‘এই মুহূর্তে আমি ভারতের মেইনস্ট্রিম সিনেমার অংশ নই। আমি করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, আদিত্য চোপড়ার ছবি করছি না, কারণ আমার কাছে প্রস্তাব আসে না। আমি এই সকল মানুষের চোখের মণি ছিলাম। প্রত্যেকের ছবিতে কাজ করেছি। তবে আমায় আর কাস্ট না করার জন্য ওনাদের দোষারোপ করছি না। ওনারা আমায় নেননি বলেই আমি তামিল ছবি কানেক্ট, তেলেগু ছবি টাইগার নাগেশ্বরা রাও করতে পেরেছি। এই কারণেই আমি সুরজ বারজাতিয়ার উঁচাই করতে পেরেছি’।

বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার সংযোজন, ‘নাহলে আমি বসে বসে এটা ভাবতাম, আমার একসময়ের এত কাছের বন্ধু এখন কেন আমায় তাঁদের সিনেমায় নেন না? আমি তো বরবাদ হয়ে গেলাম। অবশ্যই আমার খারাপ লাগে। মনে হয়, কেন নেয় না ভাই আমি তো এনাদের সব ছবিতে কাজ করতাম’।

Anupam Kher speaking

সবশেষে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘জুড়ওয়া ২’ খ্যাত অভিনেতা বলেন, ‘তবে    এটা কোনও অভিযোগ নয়। আমি ওনাদের ওপর রাগও করে নেই। আমি শুধু বলছি যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন অনেক জানলা এবং দরজা খুলেও যায়। আমি অভিনেতা হিসেবে ফের নিজেকে খুঁজে পাচ্ছি’।

সম্প্রতি অনুপম খের ‘কার্তিকেয়া ২’ ছবি নিয়ে করা একটি মন্তব্যের জন্যেও সংবাদমাধ্যমের শুরনামে চলে এসেছিলেন। বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা লিখেছিলেন, ‘মেরিট তো নিকল পড়ি’। আর ব্যাস, তা নিয়েই শুরু হয়ে গিয়েছিল বিস্তর চর্চা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥