• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ সলমন শেষ, কার্তিক আর আমিই এখন সুপারস্টার! প্রকাশ্যেই জানিয়ে দিলেন অনুপম খের

Updated on:

Anupam Kher,Kartik Aaryan,Bollywood’s flop films,Anupam Kher on Kartik Aaryan,Anupam Kher on Bollywood,bollywood,entertainment,অনুপম খের,কার্তিক আরিয়ান,বলিউডের ফ্লপ সিনেমা,বলিউড,বিনোদন

সাম্প্রতিক অতীতে বলিউডের একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই তালিকায় নাম রয়েছে একাধিক সুপারস্টারের ছবিরও। সম্প্রতি যেমন অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ এবং আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ চরম ফ্লপ হয়েছে। সুপারস্টাররা (Bollywood superstar) অনুরোধ করলেও দর্শকরা সিনেমা বয়কট করছে।

এসব কারণেই ‘সুপারস্টারদের জমানা শেষ’ রব উঠতে শুরু করে দিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। সঙ্গে এও জানিয়ে দিলেন, এই মুহূর্তে তিনি এবং কার্তিক আরিয়ানই (Kartik Aaryan) বলিউডের দুই সুপারস্টার।

Anupam Kher and Kartik Aaryan

‘ভুল ভুলাইয়া ২’ খ্যাত অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে অনুপম লিখেছেন, ‘যত ভালো অভিনেতাই হন না কেন সুপারস্টার হয়ে ওঠার জন্য তাঁর সিনেমার ভালো ব্যবসা করতে হয়। আমি আপনাদের সকলের সঙ্গে দু’জন সুপারস্টারের ছবি শেয়ার করছি। অন্তত এই বছরের জন্য। আমার ছবি কাশ্মীর ফাইলস ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে এবং কার্তিক আরিয়ানের ছবি ভুল ভুলাইয়া ২ প্রায় ২৫০ কোটি টাকা কামিয়েছে’।

অনুপমের সংযোজন, ‘সময় বদলাচ্ছে এবং সেই সঙ্গে দর্শকদের পছন্দ-অপছন্দও। কেউ ভেবেছিল এমন দিন আসবে যখন আমার ছবি কাশ্মীর ফাইলস ৩৫০ কোটি টাকার ব্যবসা করবে! এটা ভালো পরিবর্তন। আমি এই পরিবর্তনকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেও তাই করবেন’।

Anupam Kher speaking

এরপরই কার্তিকের ভূয়সী প্রশংসা করেন বর্ষীয়ান অভিনেতা। অনুপম লেখেন, ‘সম্প্রতি কার্তিকের সঙ্গে দেখা হয়ে খুব ভালোলাগল। ও এখানে অনেকদিন থাকবে। একজন অভিনেতা এবং একজন সুপারস্টার হিসেবে। আমি তো প্রায় গত ৪০ বছর ধরে দৌড়চ্ছি। আরও অনেক বছর দৌড়তে হবে এবং কার্তিকের মতো তরুণদের সঙ্গে লড়তে হবে। জয় হো’।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

কার্তিক আরিয়ান যে এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেতা সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই কারণে অনুপম পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে সহমত পোষণ করে কমেন্ট করেছেন নেটিজেনদের একাংশ। সেই সঙ্গেই বলিউডের চলতি বছরের দুই সুপারস্টারকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥