• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশকে অপমান করেছিলেন, এখন তো ফল ভুগতেই হবে! ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আমিরকে ধুয়ে দিলেন অনুপম খের

Published on:

Anupam Kher,Aamir Khan,Laal Singh Chaddha,Bollywood,Entertainment,অনুপম খের,আমির খান,লাল সিং চাড্ডা,বলিউড,বিনোদন

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মিস্টার পারফেকশনিস্ট’এর স্বপ্নের প্রোজেক্ট ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। সিনেমা মুক্তির আগেই বয়কটের ডাক তুলেছিলেন নেটিজেনরা।

বলিউডের বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী-পরিচালক থেকে শুরু করে দর্শকদের একাংশ, প্রত্যেকের মত ছিল বয়কটের জন্য আমিরের ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ করেছেন। তবে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher) অবশ্য ভিন্ন মত পোষণ করেন।

Anupam Kher

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই বিষয়ে মুখ খোলেন অনুপম। অভিনেতা বলেন, ‘বয়কটের জন্য সিনেমা চলছে না, এসব একেবারে বাজে কথা। ২-৩ বছর আগে নির্মাতারা চাইতেন তাঁদের ছবি বিতর্কে জড়াক যাতে দর্শকরা সেই ছবি দেখে। কিছু একটি বিতর্কে জড়ালেই আমাদের ছবি ঠিক চলবে। আমি জানি আমিও এই সিস্টেমের অংশ’।

অনুপমের সংযোজন, ‘এখন এই বয়কট ট্রেন্ড চলছে কিন্তু তাতে কী যায় আসে? আমরা সম্প্রতি আমিরের বিষয়ে কথা বলছিলাম। ও ২০১৫ সালে কিছু মন্তব্য করেছিল। এরপর দঙ্গল মুক্তি পায় এবং সেই সিনেমা ভারতের অন্যতম হিট সিনেমাগুলির মধ্যে একটি হয়েছিল। ওটা কি জনপ্রিয়তা কিংবা সাফল্যের ওপর প্রভাব ফেলেছিল? প্রত্যেকের কাছে স্বাধীনতা রয়েছে। কোনও মানুষ যদি চাই কোনও সিনেমা দেখবেন না, সেই অধিকার তাঁর রয়েছে। যদি একটি সিনেমা ভালো হয় এবং দর্শকদের পছন্দ হয়, তাহলে সেই ছবি ভালো ব্যবসা করবেই’।

Aamir Khan sad

শুধু এটুকুই নয়, এরপর নিজের ব্লকবাস্টার সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গেও মুখ খোলেন অনুপম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবির প্রশংসা করেছিলেন বলে সেটি সফল হয়েছে, এই মর্মে বহুল বিতর্ক হয়েছিল। তবে সেই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, প্রধানমন্ত্রী ভালো বলার জন্যই যদি ছবি হিট হতো, তাহলে সবচেয়ে বেশি হিট হতো ওনার নিজের বায়োপিক।

Anupam Kher speaking

অনুপমের কাজের দিক থেকে বলা হলে, চলতি বছর তাঁর দু’টি ছবি বক্স অফিসে দারুণ সফল হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’এর পর সফল হয়েছে ‘কার্তিকেয়া ২’ও। অপরদিকে ৪ বছর পর আমিরের কামব্যাক একেবারেই মধুর হয়নি। এবার দেখার এই পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়ায় ‘মিস্টার পারফেকশনিস্ট’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥