নাম তিনি বলিউডের পারফেকশনিস্ট, কাজেও প্রমাণ করেছেন নিজেকে। হ্যাঁ আমির খানের (amir khan) কথাই বলছি। সম্প্রতিকালে ব্যাপক চর্চায় রয়েছেন আমির খান। দীর্ঘ চার বছর পর্দায় দেখা মেলেনি অভিনেতার। শেষ ছবি ফ্লপ নয় সুপার ফ্লপ ছিল, তারপর ৪ বছর বাদে আবারও নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ (lal singh chadda) রিলিজ হয়েছে আমির খানের। কিন্তু বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার কথা থাকলেও কার্যত ব্যর্থ হয়েছে ছবিটি।
ছবিতে আমির খানের বিপরীতে দেখা গিয়েছে কারিনা কাপুরকে। অভিনেতার আশা ছিল দেশে বিদেশ সর্বত্র সাফল্য পাবে ছবিটি। কিন্তু বিদেশে ব্যাপক জনপ্রিয়তা মিললেও নিজের দেশের দর্শকরাই ‘লাল সিংহ চাড্ডা’ ছবিকে বয়কটের খাতায় তুলে দিয়েছেন। যার জেরে চিন্তায় ও দুঃখে ডুবে গিয়েছেন অভিনেতা। তবে ছবির ফ্লপ হওয়ার পর এবার ছবি প্রসঙ্গে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (anupam kher)।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অনুপম খের। সেখানেই তাকে বলিউডের বর্তমান বয়কট পরিস্থিতি ও আমির খানের সিনেমা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সেই সময় অভিনেতা বলেন, ‘বয়কটের জন্য সিনেমা ফ্লপ হচ্ছে একথাটা পুরোপুরি ঠিক নয়। আজ থেকে কয়েক বছর আগেও সিনেমার নির্মাতারা নিজেই চাইতেন যে ছবি নিয়ে কোনো বিতর্ক তৈরী হোক। এতে কর আরও বেশি দর্শকেরা ছবি দেখবে।’
এমনকি অভিনেতা নিজেও যে এই পদ্ধতির মধ্যে গিয়েছেন সেটাও স্বীকার করেছেন। সাথে তিনি আরও জানান, এখন ছবি না চললেও একসময় আমির খাবার ছবি ব্যাপক হিট হয়েছে। বিশেষ করে ২০১৬ সালে রিলিজ হওয়া দঙ্গল ছবি রীতিমত বক্স অফিসে ইতিহাস তৈরী করেছিল। তবে দর্শকদের রুচি হয়তো বদলেছে, তাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে ছবি দেখা বা না দেখার বিষয়ে।
দর্শকদের ছবি পছন্দ হলে তারা দেখতে যাবেন, তাহলেই ছবি ভালো ব্যবসা করবে। কিন্তু যদি দর্শকরাই মুখ ফিরিয়ে নেন তাহলে কিছুই করার নেই। তবে ভারতে ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হলেও বিদেশের মাটিতে ব্যাপক সাফল্য পেয়েছে। এমনকি জানা যাচ্ছে, বিদেশে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর থেকেই বেশি ব্যবসা করেছে ছবিটি।
প্রসঙ্গত, এই সময় নিজের ছবি দ্য কাশ্মীর ফাইলস নিয়েও মন্তব্য করেছেন অনুপম খের। তিনি বলেন, অনেকের ধারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবির প্রশংসা করেছিলেন বলেই ছবি হিট হয়েছিল। কিন্তু যদি তাই হত তাহলে সবচেয়ে বেশি হিট হত তাঁর নিজেরই বায়োপিক।