• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় টাকার অভাব স্টেশনেও রাত কাটিয়েছেন অনুপম খের! আজ কোটি কোটি টাকার মালিক অভিনেতা

বলিউড (Bollywood) অভিনেতা অনুপম খের (Anupam Kher)। অভিনেতার শুধু নামটাই যথেষ্ট। দীর্ঘদিন ধরে বলিউডে একাধিক ছবি উপহার দিয়েছেন অভিনেতা। শুধু বলিউডই বা কেন হলিউডের একাধিক ছবিতেও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ইতিমধ্যেই নিজের ঝুলিতে ভরে ফেলেছেন তিনি। তার অভিনয়ে মুগ্ধ সকলেই।

শোনা যায় এখনও পর্যন্ত ৫০০ টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। খল নায়কের চরিত্রে অভিনয় করতেও তিনি যতটা সাবলীল, কোনোও ভালো চরিত্রেও ততটাই নিখুঁত অভিনয় করেন তিনি। ৭ ই মার্চ, ১৯৫৫ সালে সিমলায় জন্মগ্রহণ করেছিলেন অনুপম। তার বাবা কর্মরত ছিলেন বন বিভাগে। সেখানে একজন কেরানি হিসেবেই চাকরি করতেন তিনি।

   

অনুপম খের,সম্পত্তি,মহেশ ভাট,বলিউড,Anupam kher,Bollywood,property,Mahesh bhatt

মাত্র নবম শ্রেণী থেকেই অনুপম অভিনয়ের সাথে যুক্ত। বলাই বাহুল্য প্রথমেই এত জনপ্রিয়তার মুখ দেখেননি অনুপম। শৈশবে তাদের বাড়িতে ছিল যথেষ্ট অনটন। এদিকে তার আগ্রহ তো অভিনয়েই। আজকাল যেমন অনেক অভিনেতারা দেখতে ভালো হলেই সুযোগ পেয়ে যান, কিন্তু তখন অভিনয় না জানলে সুযোগ সেভাবে মিলত না।

anupam kher

১৯৭৮ সালে নয়াদিল্লির ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন অনুপম খের। এরপর তিনি অভিনয় শিখে কাজের আশায় মুম্বাই চলে আসেন। কিন্তু তার আর্থিক অবস্থা স্বচ্ছল ছিলনা, তাই থাকার জায়গা টুকু অবধি ছিলনা তার। দিনের পর দিন তিনি সমুদ্র সৈকতে, রেলস্টেশনে কাটিয়েছেন রাত।

এরপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন অনুপম খের। এবং তিনি ১৯৮৪ সালে অভিনেতাকে “সরনারহ” চলচ্চিত্রে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এরপর ভাগ্য বদলায় অনুপমের। এরপর একের পর এক ছবিতে সুযোগ পেতে থাকেন তিনি। এক সময় প্ল্যাটফর্মে রাত কাটানো সেই অভিনেতাই এখন কোটি কোটি টাকা সম্পত্তির মালিক।