• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক বাচ্চার মা হওয়ার পরেও অনুপম খেরকে মন দিয়েছিলেন কিরণ! বিয়ে করতে স্বামীকে দিয়েছিলেন ডিভোর্স

Published on:

anupam kher,kirran kher,bollywood,anupam kher kirran kher lovestory,অনুপম খের,কিরন খের,বলিউড,অনুপম খের কিরন খের প্রেমের গল্প

শুধুমাত্র খ্যাতনামা অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) স্ত্রী হিসেবে নয়, অভিনেত্রী কিরণ খের (Kirron Kher) লোকসমাজে পরিচিত বলিউডের (Bollywood) এক দুঁদে অভিনেত্রী হিসেবে। গতবছর এপ্রিলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন কিরণ। সেই খবর সর্বপ্রথম প্রকাশ পায় অনুপম খেরের টুইট বার্তায়। দীর্ঘ ৩২ টা বছর সুখী দাম্পত্য কাটিয়ে দিলেন কিরণ – অনুপম।

কিরণের মতোই অনুপম খেরও ছিলেন বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। নিজের কেরিয়ারে একাধিক ভালো চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৮২ সালে ‘আগমন’ ছবি দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। অনুপম খের তার প্রথম ছবি থেকে খুব একটা সাফল্য না পেলেও, তার অভিনয় বেশ পছন্দ হয়েছিল সকলেরই। এর পরে, ১৯৮৪ সালের ‘সরাংশ’ ছবিতে, অনুপম খের একজন মধ্যবিত্ত অবসরপ্রাপ্ত বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর এই ছবির মাধ্যমে তিনি বেশ সফলও হয়েছিলেন।

anupam kher

‘সরাংশ’ ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন পরিচয় পান অনুপম খের। মজার বিষয় হল এই সময়ে অনুপম খেরের বয়স ছিল মাত্র ২৮ বছর কিন্তু তিনি বৃদ্ধের চরিত্রটি এতটাই দুর্দান্তভাবে অভিনয় করেছিলেন যে দর্শকেরা এখনও তার চরিত্রের প্রশংসা করে। জানিয়ে রাখি, অনুপম খের তার কর্মজীবনে ৫০০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন যাতে তিনি কমেডি চরিত্র এবং খলনায়কও অভিনয় করেছেন।

এরপর অনুপম খের বিখ্যাত অভিনেত্রী কিরণ খেরকে বিয়ে করেন।  কিরণ খের এবং অনুপম খের প্রায় ৩৭ বছর ধরে একে অপরের সাথে আছেন এবং এই জুটি বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। কিরণ খের আগেই বিবাহিত ছিলেন, তা সত্ত্বেও তিনি অনুপম খেরকে হৃদয় দিয়েছিলেন। চলুন জেনে নেই তাদের প্রেমের গল্প…

anupam kher

অনুপম খের এবং কিরণ খের চণ্ডীগড়ের একটি থিয়েটার চলাকালীন দেখা করেছিলেন। এসময় দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে এ সম্পর্ক প্রেমে রূপ নেয়। তখন বলিউডে চুটিয়ে ছবি করছেন কিরণ, অনুপমের আগে তিনি ব্যবসায়ী গৌতম বেরিকে বিয়ে করেছিলেন। এরপর কিরণের ঘরে ছেলে সিকান্দার জন্ম নিলেও ধীরে ধীরে তাদের সম্পর্কে ফাটল ধরতে থাকে। এদিকে অনুপম খেরও তার বিয়েতে খুশি ছিলেন না। এই কারণেই দুজনেই তাদের বিবাহিত জীবন ছেড়ে একে ওপরের প্রেমে পড়েন।

anupam kher

এরপর কিরণ নিজের প্রাক্তন স্বামীকে ডিভোর্স দিয়ে অনুপমের সাথে ঘর বাঁধেন। এরপর কিরণের ছেলেকে দত্তক নেন অনুপম খের এবং তাকে বাবা হিসেবে পরিচয় দেন। নুপম ও কিরণ খেরের নিজের কোনো সন্তান নেই। কিন্তু অনুপম কিরণ খেরের ছেলে সিকান্দারকে নিজের মনে করেন।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥