• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে বিয়ের পিঁড়িতে গুড্ডি-যুধাজিৎ, অনুজের বুকফাটা কষ্ট ‘ন্যাকামি’ দেখে বিরক্ত দর্শকেরা

Published on:

Guddi Serial Guddi Judhajit Wedding Anuj gifts heart felt song video

জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা স্টার জলসার অন্যতম চর্চিত একটি সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi)। টিআরপিতে স্কোর যাই থাকুক না কেন এই সিরিয়াল নিয়ে দর্শকদের আলোচনার শেষ নেই। সিরিয়ালে এক নায়ক অনুজের (Anuj) দুই নায়িকা অর্থাৎ গুড্ডি (Guddi)-শিরিনের (Shirin) ত্রিকোণ প্রেম দেখে একসময় খেপে উঠেছিলেন দর্শক। খোলামেলা পরকীয়া প্রমোট করে দাবি ওঠে সিরিয়াল বন্ধের।

এখনও অনুজকে নিয়ে রীতিমত বিরক্ত দর্শকরা। এই অনুজ ছেলেটা যে আসলে কি যে চায়, কার সাথে থাকতে চায়, তা বোধ হয় সে নিজেও জানেনা। তাই একবার গুড্ডির সাথে বিয়ে হলে শিরিনের সাথে থাকতে চাইছে, আর শিরিনের সাথে বিয়ে হয়ে গেলে সে গুড্ডির জন্য পাগলামি করছে। একসময় সিরিয়ালের নাম পাল্টে ‘গুড্ডি’ থেকে ‘পরকীয়ার হাড্ডি’ বলেও ট্রোল করেছেন দর্শক।

Guddi Serial Update Shirin Dont want Guddi to be happy in life

তাই বলতে গেলে বাধ্য হয়েই ইতিমধ্যেই গল্পের মোড়  ঘুরিয়েছেন লেখিকা। বেশ কায়দা করেই সিরিয়ালে এনেছেন নতুন চরিত্র যুধাজিৎ (Judhajit)-কে। যে আবার সম্পর্কে গুড্ডির প্রাক্তন স্বামী অনুজের দাদা। তাও দেখতে দেখতে বেশ অনেকদিন হল সিরিয়ালে এন্ট্রি হয়েছে যুধার। এখনসেই গুড্ডির হবু স্বামী। ইতিমধ্যেই অনুজের চোখের সামনেই শুরু হয়ে গিয়েছে তাদের বিয়ে (Marriage)-র সমস্ত আচার অনুষ্ঠান।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,শিরিন,Shirin,যুধাজিৎ,Judhajit,বিয়ে,Marriage,Guddi Serial Update,Guddi Today Episode

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে একইসাথে গায়ে হলুদ হচ্ছে গুড্ডি আর যুধার। যা দেখে একেবারে ঝড় বয়ে যাচ্ছেঅনুজের মনের ওপর দিয়ে। প্রথম বৌ গুড্ডির বিয়ে হতে দেখে একেবারে করুন অবস্থা অনুজের। অন্যদিকে বাড়ির সবাই গুড্ডি আর যুধাকে ঘিরে একেবারে নাচে-গানে মেতে উঠেছে। উপরে দাঁড়িয়ে  দাঁড়িয়েই সেই দৃশ্য দেখে কস্ট পাচ্ছে অনুজ।

জানা যাচ্ছে সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে বাড়ির সবাই যখন আনন্দ করতে ব্যস্ত তখন একা একা দাঁড়িয়ে চোখের জল না ফেলে নিচে আসবে অনুজ। শুধু তাই নয় নিচে এসে সবার সামনেই গুড্ডি আর যুধাজিৎ-এর সামনে জানায় সে তাদের বিয়েতে কিছু উপহার দিতে চায়। আর তারপরেই জল ভরা চোখে গুড্ডির জন্য গান গাইতে শুরু করে অনুজ। বিয়ে বাড়ির মধ্যেই অনুজের এই গান গাওয়ার ন্যাকামি দেখে প্রচন্ড বিরক্ত হয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥