• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে চ্যাটার্জি বাড়ি থেকে তাড়ানো হচ্ছে শিরিনকে! ‘গুড্ডি’র নতুন ট্র্যাকে খুশি দর্শকেরা

Published on:

Anuj wants divorce from Shirin, Guddi serial new track revealed

স্টার জলসার (Star Jalsha) ‘গুড্ডি’ (Guddi) এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Television) অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক। অনুজ-শিরিন-গুড্ডি-যুধাজিৎ’এর সিরিয়াল (Bengali serial) নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতেই থাকে। আর হবে নাই বা কেন! ধারাবাহিকে যেভাবে দু’টো সম্পর্কের টানাপোড়েন দেখানো হচ্ছে তা নিয়ে চর্চা হওয়াটাই বেশ স্বাভাবিক। তবে এবার সিরিয়ালে যে টুইস্ট আসছে তা সত্যিই চমকে দেওয়ার মতো।

‘গুড্ডি’ ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা জানেন, গুড্ডিকে (Guddi) চ্যাটর্জি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি মাস্টারপ্ল্যান কষেছিল শিরিন (Shirin)। কিন্তু গুড্ডি সেই প্ল্যানে ফাঁসেনি, বরং উল্টে সে নিজেই সেই প্ল্যানে ফেঁসে গিয়েছে। সব মিলিয়ে এখন একেবারে ল্যাজে গোবরে দশা হয়েছে তাঁর। নির্দোষ গুড্ডিকে ফাঁসাতে গিয়ে সবার সামনে শিরিনেরই মুখোশ খুলে গিয়েছে।

Shirin is leaving Chatterjee house

ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার পর বাড়ির প্রত্যেকের কাছে সম্পূর্ণ বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। শুধু তাই নয়, অনুজ এও জানিয়ে দিয়েছে যে সে কিছুতেই শিরিনের সঙ্গে আর সংসার করবে না। বাড়ির বেশ কিছু সদস্য তাঁকে বোঝাতে চাইলেও সে নিজের সিদ্ধান্তে অনড়।

অনুজের কথায়, শিরিন যদি চ্যাটার্জি বাড়িতে থাকতে চায় তাহলে সে থাকতেই পারে। কিন্তু সে কিছুতেই আর তাঁর সঙ্গে সংসার করবে না। সেক্ষেত্রে অনুজ কাজের জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ধরে যে দর্শকরা চাইতেন শিরিনের পর্দা ফাঁস হোক তাঁরা আজকের পর্বটি দেখে নিশ্চয়ই প্রচণ্ড খুশি হবেন।

Anuj and Shirin

শুধু এটুকুই নয়, ‘গুড্ডি’র আসন্ন পর্বে এও দেখানো হবে, হয়তো পিনাকীর মুখে একেবারে তালা পড়ে গিয়েছে। সেই সঙ্গে মাম্মামের মুখও বন্ধ। এছাড়া ধারাবাহিকে শীঘ্রই দেখানো হবে, শিরিন নিজের ব্যাগপত্র গুছিয়ে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। অর্থাৎ দর্শকদের একটি বিরাট অংশ এতদিন ধরে যা চাইছিলেন, এবার সিরিয়ালে সেই ট্র্যাকই আসতে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by camouflage (@camouflage2302)


তবে সম্পূর্ণ বিষয়টায় সবচেয়ে বেশি নজর কেড়েছে যুধাজিৎ’এর ভূমিকা। প্রত্যেক পদক্ষেপে সে যেভাবে গুড্ডির পাশে থেকেছে তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে দর্শকরা। প্রায় প্রত্যেকেই একবাক্যে মেনে নিয়েছেন, ভালোবাসলে যুধাজিৎ’এর মতো করেই ভালোবাসা উচিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥