• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুলে পড়ার বয়সেই গুড্ডির মেয়েকে পটাচ্ছে পুবলু, অনুজের যোগ্য ছেলে বলছে নেটপাড়া!

স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল গুড্ডি (Guddi)। লীনা গাঙ্গুলীর লেখা এই জনপ্রিয় সিরিয়াল নিয়ে শুরু থেকেই দর্শকমহলে চর্চার শেষ নেই। সদ্য এই ধারাবাহিকে মৃত্যু হয়েছে নায়ক অনুজের (Anuj)। এরইমধ্যে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নতুনের ভীড়ে এবার শেষের মুখে লীনা গাঙ্গুলির এই জনপ্রিয় সিরিয়াল।

ধারাবাহিকের প্রথম দিকে দর্শক দেখেছেন অনুজের সাথে গুড্ডি,আর শিরিনের ত্রিকোণ প্রেমের কাহিনী। এরপর ধারাবাহিকে এসেছে নতুন মোড়। ধারাবাহিকেএসেছে যুধাজিৎ নামের আরও একজন নায়ক। তার সাথে আগেই বিয়ে হয়েছে গুড্ডির।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,পুবলু Publu,রেশমি,Reshmi,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু বিয়ের পরেও গুড্ডির মন পড়ে ছিল প্রথম স্বামী অনুজের দিকেই। আর অনুজের মৃত্যুর পর গুড্ডি একেবারে ভেঙে পড়ে। অনুজের মৃত্যু তাঁকে এতটাই আঘাত দেয় যে সে সিদ্ধান্ত নিয়েছে যুধাজিৎএর সাথেও আর সংসার করবে না।  তাই যুধাজিৎ ডিভোর্স না দিলেও গুড্ডি যে তার সাথে এক ছাদের তলায় থেকে আর তিক্ততা বাড়াতে চায় না একথা সাফ জানিয়ে দিয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,পুবলু Publu,রেশমি,Reshmi,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এরই মধ্যে সিরিয়ালে এসে হাজির হয়েছে গুড্ডির মেয়ে রেশমি। যদিও সে গুড্ডির নিজের মেয়ে নয়। অন্য একজনের মেয়েকে মানুষ করছে গুড্ডি। সিরিয়ালের বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাচ্ছে গুড্ডির মেয়ে রেশমি আর অনুজের ছেলে পুবলু একই স্কুলে পড়াশোনা করছে। আর এবার তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক।

তবে বড়দের ধারাবাহিকে হঠাৎ করে ছোটদের এমন পাকা পাকা কথা আর ভালোবাসার সংলাপ শুনে শুরু হয়েছে তুমুল ট্রোলিং। কেউ বলছেন ‘অনুজ বেঁচে থাকতে যা পারেনি এবার অনুজের ছেলে পুবলু তা  করে দেখাবে’। দর্শকরা মনে করছেন এই পুবলুই বড় হয়ে গুড্ডির মেয়ে রেশমির সাথে পালিয়ে বিয়ে করবে। এই বিষয়টি নিয়ে রীতিমতো হাসাহাসি  শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,পুবলু Publu,রেশমি,Reshmi,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এমনই একজন নেটিজেন গুড্ডির মেয়ে রেশমি আর অণুজের ছেলে পুবলুর বেশ কিছু ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন ‘অনুজ গুড্ডির ছেলেমেয়ে এইটুক বয়সেই জনসম্মুখে প্রেম করা শুরু করে দিল ভাবা যায়?
একেকটা কি ডায়লগ , কি রোমান্স! ভাইরে ভাই এইটুক বয়সে বিয়ের কথাবার্তা ও বলতেছে! প্রাপ্তবয়স্ক সিঙ্গেলরা এদের দেখে হার্ট অ্যাটাক করবে !’