• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গুড্ডি’র অনুজের মুকুটে নতুন পালক! বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে ‘দেবদাস’ রণজয় বিষ্ণু

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,দেবদাস,Devdas,ওড়িয়া,Odia,মিউজিক্যাল প্লে,Musical Play

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেতা হলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। যদিও ছোট পর্দার দর্শক তাঁকে ‘গুড্ডি’ (Guddi) সিরিয়ালের অনুজ (Anuj) আর এখনকার পুবলু ওরফে ঋতুরাজ নামেই বেশি চেনেন। লীনা গাঙ্গুলীর লেখা জনপ্রিয় সিরিয়াল গুড্ডিতে অভিনয় করেই দর্শকদের একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছেন রণজয় ওরফে পর্দার অনুজ।

প্রসঙ্গত বাংলা সিরিয়াল (Bengali Serial) ছাড়াও ইতিমধ্যেই সিনেমাও করে ফেলেছেন রণজয়। তাই ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অবাধ যাতায়াত রয়েছে এই অভিনেতার। বাংলাতে তো বটেই ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন সাউথের সিনেমাতেও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,দেবদাস,Devdas,ওড়িয়া,Odia,মিউজিক্যাল প্লে,Musical Play

তবে এবার এই জনপ্রিয় নায়কের মুকুটে জুড়ছে আরও এক নতুন পালক। সদ্য একটি ওড়িয়া প্রজেক্টেও কাজ করে ফেলেছেন তিনি। বাংলার বিশিষ্ট সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাল জয়ী সৃষ্টি ‘দেবদাস’-এ (Devdas) অভিনয় করেছেন রণজয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,দেবদাস,Devdas,ওড়িয়া,Odia,মিউজিক্যাল প্লে,Musical Play

তবে কোন সিনেমা কিংবা সিরিয়াল নয়। আসলে ওড়িয়া ভাষায় একটি মিউজিক্যাল প্লেতে দেবদাসের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রণজয়কে। ওড়িয়া এই মিউজিকাল প্লের জন্য রীতিমত ওড়িয়া ভাষাও রপ্ত  করেছিলেন এই অভিনেতা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গুড্ডি,Guddi,অনুজ,Anuj,রণজয় বিষ্ণু,Ranojoy Bishnu,দেবদাস,Devdas,ওড়িয়া,Odia,মিউজিক্যাল প্লে,Musical Play

গত মাসের শেষের দিকে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের রবীন্দ্র মন্ডপে ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছে এই নাটকটি।  একেবারে এক্সপেরিমেন্টাল এই মিউজিকাল প্লেতে রণজয়ের বিপরীতে পারো ওরফে পার্বতী চরিত্রে অভিনয় করেছেন ওড়িয়া অভিনেত্রী শীতল পাত্র। আর চন্দ্রমুখি চরিত্রে অভিনয় করেছেন ওড়িশারই আরও একজন  অভিনেত্রী বৈশালী।

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

এর আগে বাংলায় তো বটেও বলিউডেও শরৎচন্দ্রের এই উপন্যাস অবলম্বনে তৈরী  হয়েছে সিনেমা। খ্যাতনামা পরিচালক সঞ্জয়লীলা বনশালি পরিচালিত বিগ বাজেটের সেই সিনেমাকে আলাদাই মাত্রা দিয়েছিলেন শাহরুখ-ঐশ্বর্য-মাধুরীরা। এবার সেই কালজয়ী সৃষ্টিকেই মিউজিক্যাল প্লে হিসাবেই মঞ্চস্থ করা হয়েছে ওড়িশায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥