গায়ক ও বিচারকদের সমাহারে জমে উঠেছে এইবারের ‘ইন্ডিয়ান আইডল ১২’ (Indian Idol 12)। আইডলের সাম্প্রতিক প্রোমো (Promo) অনুসারে, এ সপ্তাহের বিশেষ বিচারক হিসেবে মঞ্চে উপস্থিত থাকছেন অনু মালিক (Anu Malik) ও উদিত নারায়ণ (Udit Narayan)। যদিও প্রোমোয় যেভাবে রেগে যেতে দেখা গেছে অনু মালিককে, তাতে বেশ চিন্তায় পড়ে গেছেন নেটিজেনরা (Netizen)।
সোনি টিভির (Sony TV) সোশ্যাল হ্যান্ডেল (Social Media) থেকে আপলোড করা প্রোমোতে পবনদ্বীপের গানের মাঝপথেই অনু মালিককে সেট ছেড়ে চলে যেতে দেখা যায়। অনুকে বেশ রাগান্বিতই মনে হয়েছে প্রোমোতে!
প্রোমো অনুসারে, ‘রিফিউজি’ (Refugee) ছবির ‘পঞ্চি নদীয়া পবন কে ঝোঁকে’ (panchhee nadiyaan pavan ke jhonke) গানটি অসাধারণ দক্ষতায় গেয়েছেন পবনদ্বীপ। তাঁর গানে মুগ্ধ হয়ে পড়েন সকল দর্শক। কিন্তু হঠাৎই অনু মালিকের এহেন আচরণে অবাক প্রায় সকলেই!
সূত্রের খবর অনুসারে, ইতিপূর্বে ২০১৯ সালের ইন্ডিয়ান আইডলে বিচারক হিসেবে অনু মালিক উপস্থিত থাকলেও কিছু কারণবশত মাঝপথেই ইস্তফা দেন তিনি। এইবারের সিজনে ৯০তম পর্বে বিশেষ বিচারক হিসেবে উপস্থিত হতে চলেছেন তিনি। স্বাভাবিকভাবেই গেস্ট বিচারকের এহেন আচরণে ক্ষুব্ধ হয়েছেন দর্শকদের একাংশ।
বরাবরই বলিউডের (Bollywood) বিতর্কিত চরিত্র হিসবে বেশ উপরের দিকেই নাম আসে গায়ক-সুরকার অনু মালিকের। ইন্ডিয়ান আইডলের সর্বপ্রথম সিজন থেকে নবম সিজন পর্যন্ত টানা বিচারক হিসাবেই উপস্থিত থাকলেও দশম সিজনে তাঁকে হটিয়ে জায়গা করে নেন গায়ক জাভেদ আলী (Javed Ali)। সামাজিক মাধ্যমে (Social Media) অনুর নামে বেশ কয়েকটি ‘মিটু’ (MeToo) রুজু হওয়ায় ইন্ডিয়ান আইডল থেকে আরে দাঁড়াতে হয় তাঁকে। যদিও এইবারে একটিমাত্র পড়বে এসেই তাঁর এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ নেটিজেন সহ সকল দর্শক!