• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে টেক্কা দিতে পারে অনু মালিকের মেয়ে, দেখুন ভাইরাল সব ছবি

Published on:

Anu Malik beautiful Daughters Adah Malik and Anmol Malik

গান শুনতে কে না ভালোবাসে! আর গানের জগতের একটি বেশ পরিচিত নাম হল অনু মালিক (Anu Malik)। বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত সঙ্গীশিল্পীদের মধ্যে একজন অনু মালিক। ৯০ এর দশকে তাঁর তৈরী গান ঘুরে বেরোতো লোকের মুখ মুখে। এমনকি আজও তাঁর গান একইভাবে জনপ্রিয় রয়েছে। বর্তমানে ইন্ডিয়ান আইডল (Indian Idol) মিউজিক রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিচারক হিসাবে দেখা যায় তাকে।

বিখ্যাত এই সংগীত শিল্পী অঞ্জু মালিককে বিয়ে করেছেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে, যাদের নাম আদা মালিক (Adah Malik) ও আনমোল মালিক (Anmol Malik)। নেটিজেনরা জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে বেশ আগ্রহী থাকেন। আজ অনুমালিকের মেয়ের সম্পর্কে কিছু তথ্য শেয়ার করে নেব আপনাদের সাথে।

Anu Malik,Adah Malik,Ada Malik,Anmol Malik,অনু মালিক,অনু মালিকের মেয়ে,আদা মালিক,আনমোল মালিক,Viral Photos of Ada Malik

১৯৯৫ সালে দুই কন্যার বাবা হন অনু মালিক। মেয়ে আদা মালিক  বর্তমানে ২৭ বয়সের যুবতী। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় সে। লক্ষাধিক ফলোয়ার রয়েছে তাঁর। আর দেখতেও বলিউডের তারকাদের থেকে কোনো অংশে কম জানা আদা। তাই নেটপাড়ায় ছবি বা ভিডিও শেয়ার করা মাত্রই সেটা ভাইরাল হতে খুব একটা সময় লাগে না।

Anu Malik,Adah Malik,Ada Malik,Anmol Malik,অনু মালিক,অনু মালিকের মেয়ে,আদা মালিক,আনমোল মালিক,Viral Photos of Ada Malik

সুন্দরী হওয়ার জেরে নেটিজেনদের অনেকেরই ধারণা আগামী দিনে হয়তো বলিউডের নায়িকা  হিসাবে দেখা যেতে পারে তাকে। বাবা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকায় অনেকে ভেবেছিলেন দুই মেয়েই সঙ্গীতের জগতে কেরিয়ার তৈরী করতে পারে। তবে বাস্তবে কিন্তু কাহিনীটা একটু অন্য, নায়িক অন্য্ বরং ফ্যাশন ডিজাইনার হতে চান আদা মালিক। তিনি মুম্বাইয়ের “ইকুয়াল মোদি ওয়ার্ল্ড স্কুল” থেকে  নিজের প্রাথমিক পড়াশোনা শেষ করেছেন।

Anu Malik,Adah Malik,Ada Malik,Anmol Malik,অনু মালিক,অনু মালিকের মেয়ে,আদা মালিক,আনমোল মালিক,Viral Photos of Ada Malik

এরপর ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য “পার্সন স্কুল অফ ডিজাইন” থেকে স্নাতকের পড়াশোনা করছেন। স্নাতক হবার পর এই ফিল্ডেই নিজের কাজ শুরু করেন আদা। মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন সপ্তাহে প্রায় ৩ বছরের ইন্টার্নশিপ করেছেন তিনি। এরপর ২০১৬ সালে ফ্যাশন টিভির  হয়েও কাজ করেন। সবচাইতে কম বয়সী ‘আউট ফ্যাশন শো’ করার রেকর্ড করে ফেলেছেন আদা মালিক।

Anu Malik,Adah Malik,Ada Malik,Anmol Malik,অনু মালিক,অনু মালিকের মেয়ে,আদা মালিক,আনমোল মালিক,Viral Photos of Ada Malik

অন্যদিকে ছোট মেয়ে আনমোল মালিক কিন্তু বাবার মত গানের জগতের জন্য নিজেকে তৈরী করে ফেলেছে। গীতিকার ও গায়িকা হিসাবে ইতিমধ্যেই বেশ পরিচিত হয়ে পড়েছেন তিনি। হাউসফুল ৩, হাঙ্গামা ২ এমন একাধিক ছবিতে তাঁর গান রয়েছে। যা আজও  মানুষের কাছে বেশ প্রিয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥