• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার জীবনে আসছে বিরাট ঝড়! সোনার নতুন মা’কে দেখেই মাথায় হাত ‘অনুরাগের ছোঁয়া’র দর্শকদের

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চরিত্র,New Character,সোনার মা,Sona's Mother,নতুন চমক,New Twist

এই মুহূর্তে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের মুখে ঘুরছে একটাই নাম, তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দর্শকমহলে এই সিরিয়ালের ফ্যান ফলোয়িং রয়েছে চোখে  পড়ার মতো। এখন তো দর্শকদের মনোরঞ্জনকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ৭ দিনই দেখানো হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক।

যার যার ফলে দর্শকদের আর মন খারাপের অবকাশ নেই। তাই এখন শনিবার হোক বা রবিবার অনুরাগের ছোঁয়া মিস হওয়ার কোন চান্সই আর নেই। তবে দুঃখের বিষয় একটাই এতদিন ধরেও এখনও পর্যন্ত মিল দেখা গেল না নায়ক-নায়িকা সূর্য দীপার (Surjo-Deepa)। যা নিয়ে দর্শকদের বিরক্তির শেষ নেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চরিত্র,New Character,সোনার মা,Sona's Mother,নতুন চমক,New Twist

তবে এখনও পর্যন্ত শয়তানি মিশকার মুখোশ টেনের খোলা না গেলেও একের পর এক জমজমাট পর্ব নিয়ে এগিয়ে চলেছে এই সিরিয়ালের গল্প। তাই এই মুহূর্তে এই ধারাবাহিকটির প্রতিটা পর্ব জুড়ে থাকছে টানটান উত্তেজনা। তাই অনুরাগের ছোঁয়ার একটাও এপিসোড কিন্তু মিস করেন না দর্শক। আর এখনকার দিনে এই ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে সূর্য-দীপার দুই মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চরিত্র,New Character,সোনার মা,Sona's Mother,নতুন চমক,New Twist

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো (New Promo)। এই প্রোমোতে দেখা যাচ্ছে স্কুলের প্রোগ্রামে নিজেদের বাবা মায়ের নকল করে তাদের মতো করে সেজেছে সোনা রুপা। সোনা হয়েছে সূর্য আর রুপা হয়েছে দীপা। সিরিয়ালে সূর্য-দীপা যেভাবে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে, ঠিক সেভাবেই নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখা যায় সোনা-রুপাকে।

যা দেখে চমকে ওঠে দর্শক আসনে উপস্থিত সূর্য দীপা। দুই মেয়ের কান্ড দেখে তারা বলতে শুরু করে তাদের দেখেই মেয়ে দুটো এমন কথা বলা শিখেছে। এরপরে সূর্য ঠিক করে সোনার জন্য সোনার মাকে নিয়ে আসতেই হবে। এরপরেই দেখা যাচ্ছে জল্পনাকে সত্যি করেই  অনুরাগের ছোঁয়ায় সোনার মা হয়ে আসতে চলেছে এক নতুন চরিত্র (New Charector)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চরিত্র,New Character,সোনার মা,Sona's Mother,নতুন চমক,New Twist

সোনার মা রূপে এই নতুন চরিত্র কে দেখে একেবারে চমকে ওঠে দীপা আর রুপা। তবে এই নতুন চরিত্রে যিনি অভিনয় করছেন এখনও পর্যন্ত তাঁর নাম পরিচয় জানা যায়নি। তবে এখন দেখার এই নতুন চরিত্রের সাথেই দর্শকদের জন্য অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে নতুন কোন চমক অপেক্ষা করছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥