• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ে জিতেছেন দর্শকের মন, বাংলার পর হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখছেন ‘ঊর্মি’ অন্বেষা

Published on:

Ei Path Jodi Na Sesh Hoi Urmi actress Anwesha Hazea got chance in Hindi Serials

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)। ঊর্মি-সাত্যকীর কাহিনী শুরু থেকেই দর্শকদের বেশ পছন্দের ছিল। কিন্তু সম্প্রতি শেষ হয়েছে সেই সিরিয়াল। যদিও এখনও দর্শকরা তাঁদের ভুলতে পারেনি। এই সিরিয়ালের হাত ধরেই পর্দার ঊর্মি (Urmi) তথা অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মেয়ে।

এবার ঊর্মির অনুরাগীদের জন্যই একটি বড় সুখবর রয়েছে। কারণ ‘এই পথ যদি না শেষ হয়’ শেষ হলেও এবার হিন্দি চ্যানেলে আসছে ঊর্মির সিরিয়াল। স্বাভাবিকভাবেই তাই অভিনেত্রীর অনুরাগীরা প্রচণ্ড খুশি।

Annwesha Hazra

এমনিতেই অন্বেষার সাবলীল অভিনয়ের প্রশংসা শুধুমাত্র দর্শকরাই নয়, বরং টলিউড তারকারাও করেছেন। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন, ছোটপর্দার ঊর্মির মতো এমন অসাধারণ অভিনেত্রী এখন খুব কমই দেখা যায়।

‘এই পথ যদি না শেষ হয়’ অবশ্য অন্বেষার প্রথম সিরিয়াল নয়, এই সিরিয়ালের আগেও তাঁকে ছোটপর্দায় দেখেছেন দর্শকরা। ‘চুনি পান্না’ (Chuni Panna) নামের একটি ধারাবাহিকে অভিনয় করে দর্শকমন জিতেছিলেন তিনি। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

Chuni Panna serial

এবার এই ‘চুনি পান্না’ ধারাবাহিকটিই হিন্দিতে আসছে। ২০১৯ সালে নাগাদ স্টার জলসায় সম্প্রচারিত হতো এই সিরিয়াল। ভূত এবং বাড়ির বৌয়ের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘চুনি পান্না’। দর্শকদের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়েছিল এই ধারাবাহিকটি। এবার বাংলার ‘চুনি পান্না’ই পাড়ি দিল হিন্দিতে।

Meri Saas Bhoot Hai

ছোট পর্দার ঊর্মি তথা অভিনেত্রী অন্বেষা এবং দিব্যজ্যোতি অভিনীত এই সিরিয়ালের হিন্দি রিমেকের নাম ‘মেরি সাস ভূত হ্যায়’। হিন্দি টেলিভিশন দুনিয়ার শিল্পীদেরই দেখা যাবে এই সিরিয়ালে। নতুন বছর ১৭ জানুয়ারি থেকে সন্ধ্যা ৭:৩০টায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো এবং টাইম স্লট। ‘চুন্নি পান্না’ ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীদের কাছে যে এটি একটি বড় প্রাপ্তি সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥