বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিশেষত, জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’এ (Ei Poth Jodi Na Sesh Hoy) অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী। সেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার বেশ কয়েকমাস পরেও দর্শকদের একাংশের কাছে তাঁর পরিচিতি রয়ে গিয়েছে ‘ঊর্মি’ নামেই।
জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালে (Serial) অন্বেষার বিপরীতে দেখা গিয়েছিল ঋত্বিক মুখোপাধ্যায়কে। ঊর্মি-টুকাইদার টক ঝাল মিষ্টি রসায়ন বেশ পছন্দ ছিল দর্শকদের। টানা দেড় বছর দর্শকদের বিনোদনের রসদ জুগিয়েছিল এই সিরিয়াল। টিআরপি তালিকায় কামাল না করতে পারলেও, ‘এই পথ যদি না শেষ হয়’এর ভালো রকমের ফ্যানবেস ছিল। তাই স্বাভাবিকভাবেই সিরিয়াল শেষ হওয়ায় অনেকেই প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন।
যদিও ‘এই পথ…’ শেষ হওয়ার সঙ্গেই নতুন সিরিয়াল নিয়ে পর্দায় ফিরেছেন ঋত্বিক। এই মুহূর্তে ‘মন দিতে চাই’ সিরিয়ালে নায়ক সোমরাজের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে অন্বেষার কোনও সিরিয়াল কিন্তু এখনও আসেনি। তবে এবার লম্বা বিরতি শেষ ফের নতুন সিরিয়াল নিয়ে আসছেন তিনি।
আগেই শোনা গিয়েছিল, শীঘ্রই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন পর্দার ঊর্মি। এবার জানা গেল, শুধু সিনেমাই নয়, শীঘ্রই অন্বেষার নতুন সিরিয়ালও আসতে চলেছে। জানা যাচ্ছে, এবার জি বাংলা নয়, বরং স্টার জলসার পর্দায় দেখা যাবে সকলের প্রিয় ঊর্মিকে। বিপরীতে থাকবেন বাংলার টেলিভিশনের জনপ্রিয় এক নায়ক।
সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, সাহানা দত্তের নতুন সিরিয়ালে নায়িকার ভূমিকায় দেখা যাবে অন্বেষাকে। নায়কের চরিত্রে নাকি থাকবেন ‘নবাব নন্দিনী’ খ্যাত রিজওয়ান রব্বানি শেখ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক চর্চা চললেও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু হয়নি।
অপরদিকে অন্বেষার সিনেমার কথা বলা হলে, মৈনাক ভৌমিকের ‘চিনি ২’র হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। টলি সুন্দরী মধুমিতা সরকারের সঙ্গে দেখা যাবে ছোটপর্দার ঊর্মিকে। এই বিষয়ে কথা বলার সময় এক সাক্ষাৎকারে অন্বেষা বলেছিলেন, চরিত্রের নাম তিনি এখনও খোলসা করতে পারবেন না। তবে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। পাশাপাশি এও বলেছিলেন, মৈনাকের মতো একজন পরিচালক এবং বাকি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার এই সুযোগ পেয়ে তিনি খুব খুশি।