• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪০০ টাকা নিয়ে বাড়ি ছেড়ে মুম্বাইয়ে পাড়ি, চায়ের দোকানেও কাজ করেছেন, আজ সফল অভিনেতা অন্নু কাপুর

বিনোদনের কথা মাথায় আসলেই সবার প্রথমে আসে বলিউডের (bollywood) নাম। আর বলিউড মানেই কোটিপতি অভিনেতা অভিনেত্রীদের এলাহী জীবন চলে আসে চোখের সামনে। তবে শুরুতেই এমনটা অনেকের ক্ষেত্রেই ছিল না। অনেক কষ্টে নিজেদের আজ সফল প্রমাণ করে কোটিপতি হয়েছেন অনেকেই। এমনই একজন সফল অভিনেতা হলেন অন্নু কাপুর (annu kapoor)। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন তিনি। আজ অভিনেতার কাহিনী তুলে ধরব আপনাদের কাছে।

বর্তমানে সফল অভিনেতাদের মধ্যে একজন হলেও অন্নু কাপুরের অভিনেতা হওয়ার পিছনে রয়েছে লম্বা কাহিনী। ২০ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে মধ্যপ্রদেশের ভোপালে জন্ম হয়েছিল অভিনেতার। যৌথ পরিবারে সাংস্কৃতিকে ঘিরেই কেটেছিল শৈশব। বাবা নাট্য জগতের সাথে যুক্ত ছিলেন মা ছিলেন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। মা বাবাকে দেখেই সংস্কৃতিক জগতের প্রতি টান জন্মেছিল অভিনেতার মনে।

   

Annu Kapoor,Bollywood Gossip,Annu Kapoor Life story,Annu Kapoor Story,অন্নু  কাপুর,বলিউড গসিপ

ছোটবেলায় পড়াশোনায় বেশ দক্ষ ছিলেন অন্নু কাপুর। সংকৃতির প্রতি টান ছিল ঠিকই তবে শুরুতে ইচ্ছা ছিল আইএএস অফিসারের চাকরি করার। তবে তিনি সেটা চাইলেও আসলে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল আগে থেকেই। তাই তো আজ তাকে আমরা অভিনেতা হিসাবে চিনি। পারিবারিক আর্থিক পরিস্থিতির কারণে আইএএস হওয়ার স্বপ্ন ভেঙে যায় তাঁর।

এরপরেই অভিনয়ের জগতে পা রাখার সিদ্ধান্ত নেন অন্নু কাপুর। প্রথমে বাবার মত থিয়েটারে যোগ দেন তিনি। এর কিছুদিন পর ন্যাশনাল স্কুল অফ ড্রামায় অভিনয় শেখার জন্য যোগ দেন। এরপর অনেক ভালো মন্দ সময়ে গিয়েছে জীবনে। শেষমেশ নিজের ভাগ্য পরীক্ষা করতে মুম্বাই আসার সিদ্ধান্ত নেন অভিনেতা। কিন্তু চাইলেই তো আর হল না! ভোপাল থেকে মুম্বাইয়ে আসার পথ এতটাও মসৃণ ছিল না।

Annu Kapoor,Bollywood Gossip,Annu Kapoor Life story,Annu Kapoor Story,অন্নু  কাপুর,বলিউড গসিপ

আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল না মোটেই, পকেটে ৪১৯ টাকা নিয়েই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাইয়ে পৌঁছে অভিনয়ের জগতে কাজের খোঁজের পাশাপাশি চলতে থাকে জীবনযুদ্ধের সংঘর্ষ। পেট চালাতে কখনো চায়ের দোকান তো কখনো তেলেভাজার দোকানেও কাজ করতে হয়েছিল তাকে। তবে কঠোর পরিশ্রমের ফল পেয়েছিলেন তিনি। ১৯৮৩ সালে প্রথম সুযোগ আসে অভিনয়ের।

পরিচালক শ্যাম বেনেগালের ‘মন্ডি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অন্নু কাপুর। ছবি রিলিজের দুবছর আগেই এক নাট্যমঞ্চে বৃদ্ধের চরিত্রে অভিনয়ের সময় পরিচালকের নজরে আসেন অভিনেতা। তবে প্রথম ছবির পরেও কাজ পেতে বেশ কিছুটা সময় লেগেসিল। এরপর ১৯৯৩ সালে দূরদর্শনে ‘অন্তাক্ষরী’ শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এটাই ছিল কেরিয়ারের টার্নিং পয়েন্ট।

Annu Kapoor,Bollywood Gossip,Annu Kapoor Life story,Annu Kapoor Story,অন্নু  কাপুর,বলিউড গসিপ

এরপর ধীরে ধীরে একাধিক চলচ্চিত্রের জন্য অফার পেতে শুরু করেন অন্নু কাপুর। এপর্যন্ত ১০০ এরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছে দর্শকদের কাছে। আর একসময় ৪০০ টাকা নিয়ে মুম্বাইয়ে এলেও বর্তমানে কোটি কোটি টাকার মালিক অভিনেতা।