• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখে জল! বুকে পাথর চেপে প্রকাশ্যে নিজের শখের গোঁফ কামিয়ে ফেললেন অঙ্কুশ

Published on:

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ব্যক্তিগত ভাবে যে বেশ মজার মানুষ তা বলাই বাহুল্য। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মাঝেমধ্যেই মজার মজার ভিডিও ছবি পোস্ট করে অনুরাগীদের মন ভালো করেন অভিনেতা। তবে এই কারণে অনেক ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাকে। কিন্তু সেসবের বিশেষ ধার ধারেননা তিনি, বরং নিত্যনতুন কীর্তি ঘটিয়ে আরও বিতর্কের সৃষ্টি করেন অঙ্কুশ।

কিন্তু এবার তার কান্ড দেখে তাজ্জব নেটপাড়া! একী করলেন অভিনেতা? দীর্ঘ ৬ মাস ধরে যত্নে লালন পালন করা গোঁফ প্রকাশ্যেই কামিয়ে ফেললেন তিনি। ক্যামেরার সামনে নিজেই ট্রিমার চালিয়ে দিলেন গোঁফে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘৬ মাসের গোঁফকে বিদায়’। আর সাথে সোনু নিগমের ভুলা দেঙ্গে তুমকো সানাম বাজছে।তার এই মজার ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

হ্যালুউনের সময়েও অদ্ভুত ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ। ঠোঁটে লিপস্টিক, মাথায় টায়রা, চোখে আইশ্যাডো-ওয়ালা স্ন্যাপচ্যাটের ফিল্টার ব্যবহার করে এক্কেবারে মেয়ে রূপে ধরা দিয়েছিলেন অভিনেতা। এদিকে তারমাঝে জ্বলজ্বল করছে তার মোটা গোঁফ। ফিল্টারের কামালে যেকোনো সুন্দরী নায়িকাকেও হার মানাবেন তিনি।

এদিকে, অনেকদিন ধরেই বিভিন্ন ভাবে আভাস দিয়ে অঙ্কুশ ঐন্দ্রিলা জানানোর চেষ্টা করছেন যে শীঘ্রই সাত পাক ঘুরে ফেলবেন তারা। আর বিয়ের আগেই সুখবর দিলেন তারকা জুটি৷ ঘরে নিয়ে এলেন নতুন অতিথি। কিনে ফেলেছেন নতুন গাড়ি – স্কোডা। স্বভাবতই ভীষণ উচ্ছ্বসিত এই অঙ্কুশ- ঐন্দ্রিলা। শোরুমে গাড়িতে হেলান দিয়ে পোজ ও দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অঙ্কুশ ধূসর টি শার্ট, কালো জিন্সে যথারীতি হ্যান্ডসাম। ঐন্দ্রিলা ফ্লোরাল প্রিন্টের কালো শর্ট ড্রেসে দুষ্টুমিষ্টি।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥