• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে সারপ্রাইজ পেল বনি-কৌশানির ভক্তগণ! বিবাহের প্ল্যান প্রকাশ্যে আনলেন অঙ্কুশ

Published on:

Ankush Hazra wishes Kaushani Mukherjee Happy Birthday

টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। খুব বেশি সিনেমা না করলেও ইতিমধ্যেই বেশ জনপ্রিয়  অভিনেত্ৰী। ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয় হয়ে পড়েন কৌশানি। ছবিতে বনি সেনগুপ্ত (Boni Sengupta) আর কৌশানির জুটি দারুন জনপ্রিয় হয়ে পরে  দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই টলিউডের পাশাপাশি রাজনীতিতেও  নাম লিখিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই হওয়া বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী, তবে ভোটে জিততে পারেন নি।

গতকাল অর্থাৎ ১৭ই মে ছিল অভিনেত্রীর জন্মদিন, ২৯শে পা দিলেন কৌশানী। লকডাউনের জেরে জন্মদিনের সেলেব্রেশনে খানিক বাধা পড়লেও বাড়িতেই ছোট করে আয়োজিত হয়েছে বার্থ ডে পার্টি(Birthday Party)। জন্মদিনের সেলেব্রেশনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার হবার পরেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছিল। নুসরত, গৌরব চ্যাটার্জী, শ্রাবন্তী থেকে শুরু করে টলিউডের একাধিক সেলিব্রিটিরা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Ankush Hazra wishes Kaushani Mukherjee Happy Birthday

তবে অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) কৌশানির একটি বিয়ের কণের বেশে ছবি শেয়ার করেছেন। যেটা আরো বেশি করে ভাইরাল হয়ে পড়েছে। আসলে বনি-কৌশানী শুধুই অন স্ক্রিন নয়, বাস্তবের প্রেমিক জুটি। দীর্ঘদিন ধরেই একেঅপরের সাথে প্রেম করছেন দুজনে। আবার অঙ্কুশ কৌশানীর বিয়ের বেশে ছবি সরে করে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি লিখেছেন, ‘ এই ছবিটা দিলাম বনিকে জানাতে যাতে আর দেরি না করে’।

Ankush Hazra wishes Kaushani Mukherjee Happy Birthday

অঙ্কুশের এই কমেন্টের জবাব দিয়েছেন কৌশানী। উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘কোভিডের কারণে সব দেরি হয়ে যাচ্ছে’। অর্থাৎ করোনার কারণেই হয়তো বিয়ে পিছিয়ে যাচ্ছে বনি-কৌশানীর নাহলে এতো দিনে সানাই বেজে যেত দুজনের বিয়ের।

Ankush Hazra wishes Kaushani Mukherjee Happy Birthday

অবশ্য অঙ্কুশের পোস্টে বনিও হাসির ইমোজি দিয়েছে। তাহলে বনি-কৌশানী ভক্তদের জন্য মোটামুটি এক সুখবরের ইঙ্গিত পাওয়া গেল। করোনা মিটলে সেলেব জুটির বিয়ে দেখতে পাবেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥