• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম ছবিতে নায়িকা ছিল পকেটমেরে গ্রেফতার হওয়া রুপা, অভিনেত্রীকে নিয়ে মুখ খুললেন অঙ্কুশ হাজরা

সম্প্রতি কলকাতা বইমেলায় পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছেন অভিনেত্রী রুপা দত্ত (Rupa Dutta)। ইতিমধ্যেই অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা। একাধিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। সিনেমা থেকে শুরু করে হিন্দি সিরিয়ালে ও কাজ করেছিলেন রুপা দত্ত। তবে এভাবে পকেটমারি করে শিরোনামে উঠে আসবেন সেটা হয়তো কেউ কোনদিন ভাবেনি। সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে মুখ খুলেছেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।

জনপ্রিয় হিন্দি সিরিয়াল বৈষ্ণোদেবীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রুপা দত্ত। এমনকি জানা যাচ্ছে অঙ্কুশ হাজরার প্রথম ছবি কেল্লাফতে এর জন্য টাকা ঢেলে ছিলেন অভিনেত্রী। কিন্তু একজন সফল অভিনেত্রী কিভাবে পকেটমারে পরিণত হলেন সেটাই সকলের কাছে অবাক করে দেওয়ার মতো বিষয়। ইতিমধ্যেই পুলিশের তরফে তদন্তে অভিনেত্রীকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

   

Ankush Hazra opens up about Rupa Dutta

যেমনটা জানা যাচ্ছে অভিনেত্রীর পকেটমারির অভ্যেস নতুন নয়, বরং বহু পুরনো। অনুষ্ঠান বাড়িতে গিয়ে এভাবেই পকেটমেরে বেড়াতেন তিনি আর চুরির হিসেবে লিখে রাখতেন নিজের ডায়েরিতে। এদিন ব্যস্ত বই মেলায় ডাস্টবিনে মানিব্যাগ ফেলতে দেখেই সন্দেহ করেছিল পুলিশ। এরপর তাকে আটক করে চলে জিজ্ঞাসাবাদ, পুলিশের জেরার কোনো সদুত্তর না দিবায় তল্লাশি চালাতে ব্যাগে মধ্যে পাওয়া যায় প্রচুর মানিব্যাগ ও নগদ ৬৫ হাজার টাকা। তার পরই তাকে ধরে আনা হয় বিধান নগর উত্তর থানায়। সেখানেই শেষ মেশ নিজের কর্মের কথা স্বীকার করে নেন অভিনেত্রী।

Ankush Hazra first heroin Rupa Dutta

সম্প্রতি রুপা দত্ত কে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে মুখ খুলেছেন অঙ্কুশ হাজরা। নিজের ইনস্টাগ্রামে প্রথম ছবি কেল্লাফতে রনির একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেতা। যেখানে নাচতে দেখা যাচ্ছে অঙ্কুশ ও রুপাকে। ভিডিওটি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, এখনো মনে আছে আমার প্রথম ছবির কথা। ভাগ্যিস তখন আমার কাছে টাকা ছিল না মানিব্যাগ নেওয়ার মতো’। অঙ্কুশের এই পোস্ট দেখে আসলে তিনি কি বলতে চেয়েছেন সেটা দিবি বুঝতে পেরেছে নেটিজেনরা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও।

আরও পড়ুনঃ প্রযোজকের দরজায় দরজায় ঘুরেও মিলছে না কাজ, সহকর্মীদের কাছেই অপমানিত গায়ক রূপঙ্কর বাগচী!

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

প্রসঙ্গত, অঙ্কুশের মতে যতদূর সম্ভব ছবিতে প্রযোজক হিসেবেও কিছু টাকা ঢেলেছিলেন রুপা দত্ত। সচ্ছল পরিবার থেকে এসেছিলেন রুপা এমনটাই জানতাম। কিন্তু বইমেলায় পকেটমারি করে ধরা পড়ার ঘটনা সোনারপুর চমকে উঠি। আসলেই কেউ চুরি করে অভাবে আর কেউ করে স্বভাবে।

আরও পড়ুনঃ সালমান-শাহরুখের দিন শেষ! ‘The Kashmir Files’ এর প্রশংসায় খানদের কটাক্ষ কেআরকের