টলিউডের (Tollywood) জনপ্রিয় লাভ বার্ডস বলতেই প্রথমেই আসে সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। দীর্ঘদিন ধরেই একে অপরকে ডেট করছেন মিষ্টি জুটি। আগামী ১৪ই ফ্রেব্রুয়ারি তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। প্রথমত ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day), আর ওই দিনই অঙ্কুশের জন্মদিন (Ankush Birthday)। শুধু তাই নোই এই বিশেষ দিনেই এবছর তাঁদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ (13 Years Complete) হবে।
এমনিতেই ভালোবাসার মাস, তারওপর বিয়ের মরশুম। এমন সময় সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটালেন খোদ অভিনেতা অঙ্কুশ হাজরা। একেবারে যেন হলিউড কিংবা বলিউড সিনেমার কোনো দৃশ্য। চোখ বুজে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুন্বনরত (Kissing) অঙ্কুশ ঐন্দ্রিলা। বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের সাধারণত এমন খোলামেলা ভাবে রোম্যান্স করতে দেখা যায় না।
সবই ঠিক ছিল তবে এদিন ছবির থেকেও দ্বিগুণ চমক দিয়েছে অঙ্কুশের লেখা ক্যাপশন। প্রেমিকা ঐন্দ্রিলাকে ট্যাগ করে এদিনের এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘কিছু বিশেষ কারণে বিয়েটা (Marriage) হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফ্রেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত’।
কিন্তু এই ক্যাপশনের অর্থ কিছুতেই মাথায় ঢুকছে না নেটিজেনদের। বিশেষ করে ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না’। এই লাইনটাতেই চোখ আটকেছে নেটিজেনদের একটা বড় অংশের। তবে কেউ কিছুতেই বুঝে উঠতে পারছেন অঙ্কুশ কেন হঠাৎ বিয়ে না হওয়ার কথা বলছেন। সব মিলিয়ে গোটা পোস্ট ঘিরে এই মুহূর্তে তৈরী হয়েছে ব্যাপক ধোঁয়াশা।