টলিউডের জনপ্রিয় সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। বছরভর হাতে ঠাসা কাজ থাকে তাঁর। তবে ব্যস্ততার মধ্যেও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)-কে সময় দিতে বলেন না অভিনেতা। দেখতে দেখতে ১১ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। ফলে বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরেই একে অপরকে ডেট করছেন টলিউডের এই জনপ্রিয় লাভ বার্ডস। এবার তাদের বিয়ের পিঁড়িতে বসা এখন শুধু সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত এরই মধ্যে হঠাৎ করেই নিজের জীবন নিয়ে একটা বড়সড় সিদ্ধান্ত (Big Decission) ফেলেছেন অভিনেতা। তবে তার সাথে কিন্তু যোগ নেই ঐন্দ্রিলার। এদিন অঙ্কুশ বড় সিদ্ধান্ত নিয়েছেন নিজের কাজের ক্ষেত্রে।সকলেই জানেন খুব তাড়াতাড়ি নিজের প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ মোশন পিকচার্স’ থেকে ‘মির্জা’ (Mirza) সিনেমাটি আনতে চলেছেন অঙ্কুশ। কিছুদিন আগে বেশ ধুমধাম করেই সেকথা ঘোষণা করেছিলেন অভিনেতা।
আসন্ন সিনেমার প্রথম ঝলক দেখিয়েই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা। এছাড়া প্রথমে জানা গিয়েছিল ‘নেক্সটজেন ভেঞ্চারস’-এর সঙ্গে যৌথ ভাবেই এই সিনেমা প্রযোজনা করবেন অঙ্কুশ। সেকথা জানিয়েই অঙ্কুশ তার প্রযোজিত প্রথম ছবির ঘোষণা এবং মহরত, দুই-ই করেছিলেন। কিন্তু এরই মধ্যে পাল্টে গেল ছবি। মতপার্থক্যের কারণে কারও সাথে নয় তিনি নিজে থেকেই কাজ শুরু করবেন মোশন পিকচার্সের।
View this post on Instagram
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই জানিছেন অঙ্কুশ। একটি নোটিশ দিয়ে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন নেক্সটজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সেইসাথে অঙ্কুশ জানিয়েছেন ভবিষ্যতেও কোনও ভাবে একত্রিত হবে না তারা। তবে মির্জার কাজ আপাতত স্থগিত থাকলেও অঙ্কুশ আশস্ত করেছেন ছবির কাজ তিনি বন্ধ করবেন না। মির্জা ছবিটি তৈরি হবেই।
View this post on Instagram
তবে তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন সেকথা স্পষ্ট করে না জানালেও অঙ্কুশ জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে ওই প্রযোজনা সংস্থার সঙ্গে তার মতের মিল হচ্ছিল না। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা যাচ্ছে ২০২৩ সালের শুরুর দিকেই মির্জা সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।