• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ হারালেন অঙ্কুশ হাজরা? TRP তুলতে DBD’র মঞ্চে হাজির সকলের প্রিয় নতুন সঞ্চালক

Published on:

Dance Bangla Dance anchor changing from Ankush Hazra to Aritra Dutta Banik

সিরিয়াল ছাড়াও এই মুহূর্তে বাংলার দর্শকদের বিনোদনের একটা বড় অংশ জুড়ে রয়েছে নন ফিকশন রিয়ালিটি শো (Reality Show) গুলি। এই তালিকায় প্রথম সারিতেই রয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। বড় জোর মাত্র ২ সপ্তাহ হয়েছে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে এই রিয়ালিটি শোয়ের ১২ তম সিজন।

এরইমধ্যে শোনা যাচ্ছে বদলে যাচ্ছে জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের সঞ্চালক। এই অনুষ্ঠানের নিয়মিত দর্শকরা এমনিতে ডান্স বাংলা ডান্সার সঞ্চালনার কাজে বরাবরই ভালোবাসা দিয়ে এসেছেন সঞ্চালক তথা জনপ্রিয় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। তবে সদ্য প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় চ্যানেলের অপর জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের কাছে কয়েক নম্বরের জন্য পিছিয়ে পড়েছিল এই নতুন শুরু হওয়া রিয়ালিটি।

Ankush Hazra Aritra Dutta Banik Mithun Chakraborty Dance Bangla Dance

এমনিতে এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তবে এদিন টিআরপিতে তেমন ভালো স্কোর না করায় মনে করা হচ্ছে তারই কোপ গিয়ে পড়েছে শোয়ের সঞ্চালক অঙ্কুশ হাজরার ওপর। যার ফলে এবার ডান্স বাংলা ডান্সের সঞ্চালনার দায়িত্ব থেকেও বাদ  পড়তে চলেছেন অঙ্কুশ।

তবে চিন্তার কিছু নেই এমনটা সত্যি হলেও তা মাত্র এক সপ্তাহের জন্য। অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দুদিনই শুধু এই শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে না অঙ্কুশকে। হোলি স্পেশাল এই বিশেষ পর্বে ডান্স বাংলা ডান্সের মঞ্চে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছেন এই শোয়েরই এক পুরনো সঞ্চালক।

Ankush Hazra Aritra Dutta Banik Mithun Chakraborty Dance Bangla Dance

হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কথা হচ্ছে ডান্স বাংলা ডান্সের এক সময়ের খুদে সঞ্চালক অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একসময় আর এক খুদে সঞ্চালক তাথৈর সাথে এই শোয়ের সঞ্চালনা করে মঞ্চ মাতাতেন অরিত্র। প্রায় এক দশক পর আবার সেই মঞ্চে ফিরছেন তিনি।

প্রসঙ্গত এবছর এই রিয়ালিটি শোয়ের প্রায় প্রত্যেক পর্বেই ফিরে ফায়ার আসছে পুরনো সব নস্টালজিয়া। এমনিতেই চলতি সিজনের বড় চমক হলেন খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দশ বছর পর নিজের ঘরে,নিজের সিংহাসনে ফিরেছেন তিনি। তার সাথেই চলতি সিজনে এসেছে সকলের প্রিয় ‘পান্তাভাতের কুন্ডু’ দীপান্বিতা। আর এবার হোলি স্পেশাল এপিসোডে সঞ্চালক হিসাবে অরিত্রর আগমন নিঃসন্দেহে এক আলাদা মাত্রা দেবে এই রিয়ালিটি শোকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥