• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অঙ্কুশের উপর নির্যাতন! অভিনেতার ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করা হল টানা-হ্যাঁচড়া

Published on:

এবার পুজো অন্য বারের থেকে অনেকটাই আলাদা।পুজোর কটা দিন কোনও ডায়েট নয়, বরং কবজি ডুবিয়ে চলেছে পেট পুজো। তাই এবছর বাড়িতেই কেটেছে অঙ্কুশের পুজো। কিন্তু পুজো শেষের পরে যদি একই রুটিন চলতে থাকে তবে তো সমস্যা। কিন্তু কয়েকদিনে অভ্যেস এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আর জিমে মন নেই অঙ্কুশের। ‘ল্যাদ’ তিনি কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না।

কিন্তু তার জিমের ট্রেনারও তো তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। পুজোয় জমা করা এক্সট্রা ক্যালোরি যে ঝরিয়ে ফেলতে হবে তাকে তাই ট্রেনার কিছুতেই ছুটি দেবে না। তাই জবরদস্তিই অঙ্কুশ হাজরাকে টেনে হিঁচড়ে জিমে নিয়ে যাচ্ছেন তার ট্রেনার, আর অঙ্কুশের গলায় ভেসে উঠছে করুন আর্তনাদ। এমনই এক মজার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওর ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন- ‘পুজোর পর প্রথমদিন জিমে গিয়ে…’। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনার তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আর অঙ্কুশ বায়না করার ভঙ্গিতে বলছেন- ‘আর যাব না, আর পারছি না, আর ভালো লাগছে না’র মতো শব্দ। অন্যদিকে নাছোড়বান্দা ট্রেনার বলছেন- ‘না চলো.. পারতেই হবে..করতেই হবে’। এই মজার ভিডিওটি অবশ্যই অভিনয় করে ভিডিও করা। তবে এই মজার ভিডিওর সঙ্গে রিলেট করতে পেরেছে অসংখ্য বাঙালি।

 

View this post on Instagram

 

Pujor por prothom din gym e..

A post shared by Ankush (@ankush.official) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥